‘পিএসজিতে নেইমারের সমান গুরুত্বপূর্ণ বুফন’
টানা ১৭ বছরের লম্বা বাঁধন ছিঁড়ে চলতি মৌসুমে জুভেন্টাস ছেড়ে পিএসজিতে নাম লিখিয়েছেন জুয়ানলুইজি বুফন। কিন্তু সেখানে যে দলের প্রধান গোলরক্ষক নন, তা নিজেই কদিন আগে বলেছিলেন। কিন্তু তার এজেন্ট সিলভানো মার্তিনার দাবি পিএসজিতে নেইমারের মতোই গুরুত্বপূর্ণ বুফন।
অনেকেই ধারণা করেছিলেন চলতি চ্যাম্পিয়ন্স লিগে হারের পরই খেলা থেকে অবসর নিবেন বুফন। কিন্তু তা না করে দুই বছরের চুক্তি করে পিএসজিতে আসেন তিনি। ৪০ বছর বয়সী এ খেলোয়াড় এর মধ্যেই নতুন ক্লাবে প্রথম শিরোপা জয় করেছেন। ট্রফি দেস চ্যাম্পিয়ন্সে মোনাকোকে ৪-০ গোলে উড়িয়ে দেয় বুফনের দল পিএসজি।
কিন্তু তারপরও ভাবনাটা থেকেই যায়। সেখানে কি প্রাধান্য পাবেন বুফন। তার নেইমারের সমানই পাচ্ছেন বলে জানান তার এজেন্ট, ‘নেইমারের মতো তার (বুফন) সঙ্গে করা চুক্তিটিও তাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। এটা অনেকটা এমন যে তার বয়স ১০ বছর কম। তারা তাকে দুই বছরের চুক্তির কথা জানায় কিন্তু সে সেখানে মাত্র এক বছরের চুক্তি করতে চেয়েছে। এটার তার সততার প্রমাণ দেয়।’
জুভেন্টাসের হয়ে ১১টি লিগ শিরোপা জিতেছেন বুফন। শেষ টানা সাতটিতেই চ্যাম্পিয়ন। জিতেছেন চারটি কোপা ইতালিয়া, পাঁচটি সুপারকোপাও। এবার পিএসজিতেও শিরোপা জিততে চান বলে জানান মার্তিনা, ‘সে ক্লাবের চাহিদাটা বুঝতে পেরেছে এবং সে জ্বলে উঠবে। ফুটবলে শুরুটা ভালো করা অবশ্যই ভালো দিক। যে কোন কিছু ঘটতে পারে। তবে পিএসজি তার জন্য দারুণ একটি ক্লাব। তারা খুব ভালো দল। এবং তারা শিরোপা পাওয়ার যোগ্যতা রাখে। যেটা আপনার বায়োডাটার জন্য খুব ভালো।’
এদিকে নতুন ক্লাবে দারুণ মানিয়ে নিয়েছেন বুফন। তার এজেন্টের ভাষায়, ‘আমি তার সঙ্গে সেখানে কফি খেতে গিয়েছিলাম। আমাকে সে বলছে অবসর নেওয়ার আগে আরও একটি বড় ক্লাবে কয়েক বছর খেলা চালিয়ে যেতে চায়। পিএসজি কেমন হবে? আমার সেখানে কিছু বন্ধু আছে। আমি তাকে বলেছিলাম। সে আমাকে আমাকে বলেছে তার সবকিছু ঠিক আছে।’
ক্যারিয়ারে প্রায় সব সব শিরোপায় চুমু খাওয়া বুফন কখনো চ্যাম্পিয়ন লিগ জয়ের স্বাদ পাননি। সেই অধরা আক্ষেপটা এবার পিএসজিতেই পূরণ করতে চান ২০০৬ বিশ্বকাপ জয়ী এ তারকা।
Comments