বেলের নৈপুণ্যে রিয়ালের জয়

একক নৈপুণ্যে দারুণ একটি গোল করলেন, আর একটি করালেন। রিয়াল মাদ্রিদের জয়ের মূল নায়কই গ্যারেথ বেল। ক্রিস্তিয়ানো রোনালদোর জায়গাটা যে ভালোভাবেই পূরণ করবেন তা আবারো বুঝিয়ে দিলেন এ ওয়েলস তারকা। ফলে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে নিজেদের শেষ ম্যাচে ইতালিয়ান ক্লাব এএস রোমার বিপক্ষে ২-১ গোলে জয় তুলে নিয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।
এদিন ম্যাচের শুরুতেই এগিয়েই যায় রিয়াল। ২ মিনিটে প্রায় মাঝ মাঠ থেকে বা পায়ে নিখুঁত এক বল বাড়িয়ে দিয়েছিলেন বেল। সে পাস দারুণভাবে নিয়ন্ত্রণ করে রোমার গোলরক্ষক রবিন ওলসেনকে বোকা বানান মার্কো অ্যাসেনসিও। আগের ম্যাচে জোড়া গোল দিয়েছিলেন এ স্প্যানিশ তারকা।
৯ মিনিটে ইসকোর ভুলে প্রায় গোল পেয়ে যাচ্ছিল রোমা। নিজেদের অর্ধে বল কাটাতে গিয়ে মিস করলে তা থেকে বল পেয়ে যান এডেন জেকো। তার দূরপাল্লার শট ঝাঁপিয়ে পরে রক্ষা করেন রিয়াল গোলরক্ষক কেইলর নাভাস। দুই মিনিট পর ড্যানিয়েল কার্বাহালের কাছ থেকে বল পেয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ এক গোল দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন বেল।
৩৬ মিনিটে করিম বেনজেমার দূরপাল্লার শট ঝাঁপিয়ে পরে দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন ওলসেন। দুই মিনিট পর ব্যবধান দারুণ সুযোগ পেয়েছিল রিয়াল। বেনজেমার হেড গোলরক্ষক ফিরিয়ে দিলে বল পেয়ে যান অ্যাসেনসিও। তার শট গোলবার থাকা রিয়াল ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে আসলে গোল বঞ্চিত হন তিনি।
দুই গোলে পিছিয়ে থাকা রোমা দ্বিতীয়ার্ধে কিছুটা গোছানো ফুটবল খেলে। বেশ কিছু আক্রমণও করে দলটি। তবে সাফল্য পায় ৮৩ মিনিটে। প্যাট্রিক চিকের হেড থেকে ফাঁকায় বল পেয়ে লক্ষ্যভেদ করেন কেভিন স্টুটম্যান। এরপর দুই পক্ষই বেশ কিছু আক্রমণ করলেও আর গোল হয়নি। ফলে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।
তিন ম্যাচে দু’টি জয় নিয়ে প্রস্তুতি পর্ব শেষ করল রিয়াল। আর তিন ম্যাচে একটি জয় রোমার। বার্সেলোনার বিপক্ষে ৪-২ গোলে জিতেছিল দলটি। আগামী ১৬ আগস্ট উয়েফা সুপার কাপের ফাইনালে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে মৌসুমের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামবে রিয়াল। আর ১৯ আগস্ট তুরিনোর বিপক্ষে সিরিএ’র ম্যাচ দিয়ে মৌসুম শুরু করবে রোমা।
Comments