তাদের দেখা মিলবে অক্টোবরে
সিয়াম-পূজা জুটির নতুন ছবি ‘দহন’ আসছে ঈদে মুক্তি পাওয়ার কথা থাকলেও পিছিয়ে গেছে এর মুক্তির তারিখ। ছবিটির দেখা মিলবে আগামী ৫ অক্টোবর- এমনটিই দ্য ডেইলি স্টার অনলাইনকে নিশ্চিত করেছে ছবিটির সঙ্গে সংশ্লিষ্টরা।
ছবিটির প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “ঈদে ছবিটি মুক্তির সিদ্ধান্ত থেকে সরে এসে ভাবছিলাম নতুন তারিখ কবে হলে ভালো হয়। অবশেষে অনেক ভেবে ঠিক করেছি, অক্টোবরের ৫ তারিখে ছবিটি মুক্তি দিব।”
“কেননা, ‘দহন’ ছবির ভিএফএক্স ও এডিটিংয়ের জন্য সময় দরকার। সেসব নিয়ে কোনো তাড়াহুড়া করতে চায় না,” যোগ করেন তিনি।
‘দহন’ ছবিতে পূজাকে একজন গার্মেন্টস কর্মী আর সিয়ামকে একজন নেশাগ্রস্থ যুবকের চরিত্রে দেখা যাবে। আর জাকিয়া বারী মম এই ছবিতে অভিনয় করেছেন একজন সাংবাদিকের চরিত্রে।
Comments