‘জুভেন্টাসকে আরও উপরের ধাপে নিয়ে যাবেন রোনালদো’
টানা সাত মৌসুম ধরে সিরিএ’র চ্যাম্পিয়ন জুভেন্টাস। বলতে গেলে ইতালিতে ক্লাবটির একক রাজত্বই চলছে। কিন্তু ঘরের বাইরে দলটির সাম্প্রতিক সাফল্য বলতে গেলে নেই-ই। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শিরোপার কাছে গিয়েও খালি হাতে ফিরতে হচ্ছে তাদের। তবে চলতি মৌসুমে হালের অন্যতম সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদো যোগ দেওয়ায় ভালো কিছুর প্রত্যাশা করছে দলটি।
জুভেন্টাসে যোগ দেওয়ার পর থেকেই চ্যাম্পিয়ন্স লিগ জিততে চান বলে আসছেন রোনালদো। দলের খেলোয়াড়, কোচ, কর্মকর্তা সবার প্রত্যাশাও এমন। অন্য সবার মতোই জুভেন্টাসের ব্রাজিলিয়ান তারকা ডগলাস কস্তাও আশা করছেন জুভেন্টাসকে এবার নতুন কিছু এনে দিবেন রোনালদো। ইতালিয়ান ফুটবল টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে কস্তা বলেন, ‘রোনালদো আগে থেকেই অনেক উঁচু মানের খেলোয়াড়। আশা করি নিজেকে সে আরও এক ধাপ এগিয়ে নেবে। পাশাপাশি আমাদের ক্লাবকেও।’
‘আমার মনে হয় চলতি মৌসুমে গুরুত্বপূর্ণ কিছু করতে এবং আমাদেরকে পরের ধাপে নেওয়ার জন্য সিআরসেভেনের সব কিছু আছে। রোনালদো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমাদের দলে দিবালাও আছে। সেও গুরুত্বপূর্ণ খেলোয়াড়।’ – যোগ করে আরও বলেন কস্তা।
দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় কস্তা নিজেও। আছেন দিবালা ছাড়াও আছেন আরও বেশ কিছু মানসম্পন্ন খেলোয়াড়। রোনালদোর সঙ্গে এ নিয়ে কোন ঝামেলা হতে পারে বলে মনে করছেন অনেকেই। তবে সে শঙ্কা উড়িয়ে দিয়েছেন এ ব্রাজিলিয়ান, ‘আমি এর আগে নেইমারের সঙ্গে খেলেছি। তাই এই লেভেলের (রোনালদোর মানের) খেলোয়াড়দের সঙ্গে খেলার অভিজ্ঞতা আমার কাছে নতুন নয়। সবাই তাকে স্বাগত জানিয়েছে। আমরা জানি সে আমাদের কি পরিমাণ উন্নত করতে পারে।’
ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ২০০৯ সালে রিয়ালে নাম লিখিয়েছিলেন রোনালদো। গত ১০ বছরের ক্লাবের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনটি নিজের করে নিয়েছেন। ৪৩৮ ম্যাচে করেছেন ৪৫০টি গোল। চারটি চ্যাম্পিয়ন লিগ, দু’টি লা লিগা, দু’টি কোপা দেল রে, দু’টি স্প্যানিশ সুপার কাপ, তিনটি ইউরোপিয়ান সুপার কাপ ও তিনটি ক্লাব বিশ্বকাপ জিতেছেন। এ ক্লাবে থেকেই জিতেছেন চারটি ব্যালন ডি’অরও। এবার জুভেন্টাসের হয়ে এর চেয়েও ভালো কিছু করবেন বলেই প্রত্যাশা করছেন সবাই।
Comments