সাংবাদিকদের ওপর হামলা বন্ধের আহ্বান

Attack on Journalists
৫ আগস্ট ২০১৮, ঢাকায় সায়েন্স ল্যাব মোড়ে পুলিশ বক্সের সামনে ফ্রিল্যান্স ফটোগ্রাফার রাহাত করিমের ওপর লাঠিসোটা, চাপাতি নিয়ে আক্রমণ করা হয়। আক্রমণকারীরা ক্ষমতাসীন আওয়ামী লীগের কর্মী বলে অভিযোগ উঠে। ছবি: স্টার

তিনটি আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লিখিত বার্তায় বাংলাদেশে সাংবাদিকদের ওপর হামলার নিন্দা করেছে। তারা প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলমের দ্রুত মুক্তির পাশাপাশি সংবাদকর্মীদের ওপর সহিংসতা বন্ধেরও দাবি জানান।

সংগঠনগুলো হলো ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউট (আইপিআই), ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট (আইএফজে) এবং সাউথ এশিয়া মিডিয়া সলিডারিটি নেটওয়ার্ক (এসএএমএসএন)।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে এক লিখিত বার্তায় ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউট (আইপিআই)-এর হেড অব অ্যাডভোকেসি রবি আর প্রাসাদ বলেন, “আমরা গভীর উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে সম্প্রতি সাংবাদিকদের ওপর বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের চলমান আন্দোলনের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা হামলার শিকার হয়েছেন। প্রকাশিত খবরে জানা যায় যে সেসব হামলার কিছু পরিচালিত হয়েছে আপনার দলের লোক এবং পুলিশের দ্বারা।”

সেই বার্তায় আইপিআই আটক আলোকচিত্রী শহিদুল আলমের বিরুদ্ধে দায়ের করা সব অভিযোগ তুলে নিতে প্রধানমন্ত্রীর জোরালো পদক্ষেপ কামনা করে।

বার্তাটি গত ৮ আগস্ট প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত হয়।

অপর একটি যৌথ বিবৃতিতে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট (আইএফজে) এবং সাউথ এশিয়া মিডিয়া সলিডারিটি নেটওয়ার্ক (এসএএমএসএন) বলে, “আলোকচিত্রী শহিদুল আলমের গ্রেফতার এবং তাকে পুলিশি হেফাজতে নেওয়ার মতো ন্যক্কারজনক ঘটনা তীব্র প্রতিবাদের সৃষ্টি করেছে। বাংলাদেশের এক প্রতিবাদী কণ্ঠকে দাবিয়ে রাখার এমন ঘটনাকে স্বৈরতান্ত্রিক আচরণ হিসেবেই চিহ্নিত করা যায়।”

এছাড়াও, দ্য এশিয়ান ফোরাম ফর হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট শহিদুল আলমের গ্রেফতারের নিন্দা করে। সংস্থাটি আলোকচিত্রী শহিদুলের দ্রুত মুক্তির জন্যে বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানায়।

এশিয়ার এই মানবাধিকার সংস্থাটি আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দাও করে।

এদিকে, বার্তা সংস্থা বাসস জানায়, গতকাল (৯ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টারস ইউনিটি (ডিআরইউ) আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বিভিন্ন সংগঠনের সাংবাদিক নেতারা কর্তব্যরত সংবাদকর্মীদের ওপর হামলার নিন্দা ও হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি যে কোনো পরিবেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও জানান তারা।

Comments

The Daily Star  | English

Russia warns strike on Iran's Bushehr nuclear plant could cause 'Chernobyl-style catastrophe'

Iran and Israel traded further air attacks on Thursday as Trump kept the world guessing about whether the US would join Israel's bombardment of Iranian nuclear facilities.

18h ago