গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় আজ (১০ আগস্ট) ভোরে এক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুজন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও ১৫ জন।
গোবিন্দগঞ্জ মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামানের বরাত দিয়ে আমাদের সংবাদদাতা জানান, দুর্ঘটনায় নিহতরা হলেন বাসের হেলপার সাইফুল ইসলাম (৩৫) এবং ১০ বছরের শিশু চাঁদনি আক্তার।
আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, রাস্তার পাশে একটি গাছে ধাক্কা লেগে ঢাকা থেকে ছেড়ে যাওয়া রংপুরগামী যাত্রীবাহী নৈশকোচটি উল্টে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।
Comments