সিলেটে স্থগিত কেন্দ্রে ভোটগ্রহণ
অনিয়মের অভিযোগে সিলেট সিটি করপোরেশনে স্থগিত থাকা দুটি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। আজ শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট নেওয় হবে। সকাল থেকে ভারি বৃষ্টির মধ্যেই শেষ খবর পাওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট চলছিল।
মেয়র পদে নৌকা প্রতীকে আওয়ামী লীগের বদরউদ্দিন আহমদ কামরানের চেয়ে ধানের শীষ নিয়ে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী মোট ১৩৪টি কেন্দ্রে মধ্যে ১৩২টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে ৪ হাজার ৬২৬ ভোটে এগিয়ে রয়েছেন। স্থগিত দুটি কেন্দ্রের ভোট সংখ্যা ৪ হাজার ৭৮৭। যা দুই প্রার্থীর ব্যবধানের চেয়ে মাত্র ১৬১ ভোট বেশি। গত ৩০ জুলাই গুরুতর অনিয়মের অভিযোগে কেন্দ্রদুটিতে ভোরগ্রহণ স্থগিত করেছিল নির্বাচন কমিশন।
ওই দুই কেন্দ্র ছাড়াও ভোটের ফল সমান হয়ে যাওয়ায় সংরক্ষিত ৭ নম্বর (১৯, ২০ ও ২১) ওয়ার্ডের ১৪টি কেন্দ্রে সংরক্ষিত নারী কাউন্সিলর পদেও পুনর্ভোট হচ্ছে।
Comments