চেলসির উড়ন্ত সূচনা, টটেনহ্যামের কষ্টার্জিত জয়

নতুন কোচ মাউরিজিও সারির অধীনে চলতি মৌসুমে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে শনিবার মাঠে নামে চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগের শুরুতেই নতুন কোচকে দারুণ জয় উপহার দিয়েছে তার শিষ্যরা। এনগোলো কান্তে, জর্জিনহো ও পেদ্রো রদ্রিগেজের গোলে নবাগত হাডার্সফিল্ড টাউনকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে দলটি। দিনের অপর ম্যাচে নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে স্বস্তির জয় পেয়েছে টটেনহ্যাম হটস্পার্সও।

নতুন কোচ মাউরিজিও সারির অধীনে চলতি মৌসুমে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে শনিবার মাঠে নামে চেলসি।  ইংলিশ প্রিমিয়ার লিগের শুরুতেই নতুন কোচকে দারুণ জয় উপহার দিয়েছে তার শিষ্যরা। এনগোলো কান্তে, জর্জিনহো ও পেদ্রো রদ্রিগেজের গোলে নবাগত হাডার্সফিল্ড টাউনকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে দলটি। দিনের অপর ম্যাচে নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে স্বস্তির জয় পেয়েছে টটেনহ্যাম হটস্পার্সও।

এদিন শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে চেলসি। তবে সাফল্য আসে ৩৪ মিনিটে। উইলিয়ানের দারুণ এক ক্রস থেকে একেবারে ফাঁকায় বল পেয়ে যান কন্তে। আর তা থেকে গোল আদায় করে নিতে কোন ভুল করেননি এ ফরাসী। প্রথমার্ধের শেষ দিকে ব্যাবধান দ্বিগুণ করে দলটি। এবার পেনাল্টি থেকে গোল আদায় করে নেন সদ্য দলে যোগ দেওয়া জর্জিনহো। হাডার্সফিল্ড ডিফেন্ডার ক্রিস্টোফার চিন্ডলার ডি বক্সের মধ্যে মার্কোস আলনসোকে ফাউল করলে পেনাল্টি পায় চেলসি।

দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে চেলসি। তবে এ অর্ধে বিচ্ছিন্ন কিছু আক্রমণ করে হাডার্সফিল্ডও। ৮০ মিনিটে ম্যাচের শেষ গোলটি করেন পেদ্রো। কাউন্টার অ্যাটাক থেকে তিন ডিফেন্ডারের ফাঁক গলিয়ে পেদ্রোকে দারুণ এক পাস দেন এডেন হ্যাজার্ড। আর তা থেকে আলতো চিপে বল জালে জড়ান এ স্প্যানিশ। ফলে ৩-০ গোলের দারুণ জয় নিয়েই মাঠ ছাড়ে ব্লুজরা।

অপর ম্যাচে টটেনহ্যাম ও নিউক্যাসেলের ম্যাচের শুরুটা ভিন্ন ইঙ্গিতই দিচ্ছিল। ১৮ মিনিটেই হয় তিনটি গোল। অথচ এরপর আর কোন গোলের দেখাই পায়নি কোন দল। ৮ মিনিটে জ্যান ভেরটনঘেনের গোলে এগিয়ে যায় স্পার্সরা। তিন মিনিট পরেই সমতাসূচক গোলটি করেন জেসেলু। ১৮ মিনিটে ডেলে আলির হেড থেকে আসে জয় সূচক গোলটি।

এছাড়া প্রিমিয়ার লিগে দিনের অপর ম্যাচে কার্ডিফ সিটিকে ২-০ গোলে হারিয়েছে এএফসি বোর্নমাউথ। ফুলহ্যামকে একই ব্যবধানে হারিয়েছে ক্রিস্টাল প্যালেস। নবাগত ব্রিংটন অ্যান্ড হোভ আলবিয়নকেও একই ব্যবিধানে হারায় ওয়াটফোর্ড।

Comments

The Daily Star  | English

Bangladesh to get electricity from Nepal through India

In the first phase, Nepal will export 40 MW of hydroelectricity to Bangladesh via Indian territory, PTI reported from Kathmandu

1h ago