‘রমিজ উদ্দিন কলেজের শিক্ষার্থী নিহত হওয়া ঘটনা ক্ষমার অযোগ্য’
শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনাটি ক্ষমার যোগ্য নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে ওই স্কুলের সামনের সড়কে আন্ডার পাস নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে শিক্ষার্থীদের সামনে দেওয়া ভাষণে একথা বলেন তিনি।
ঘাতক বাস চালকের শাস্তির ব্যবস্থা করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, চালকদের প্রশিক্ষণের ওপর আমরা গুরুত্ব দিয়েছি। কিন্তু তার পরও দুঃখজনক যে চালকরা ভালোমতো প্রশিক্ষণ গ্রহণ করেন না। অনেক সময়ই তারা সহকারীদের হাতে গাড়ি ছেড়ে দেয়, যার জন্য প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। সড়ক নিরাপদ করার জন্য সারা বাংলাদেশে যেসব জায়গায় বেশি দুর্ঘটনা হয় সেসব জায়গা চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা আমরা নিয়েছি বলে দুর্ঘটনা অনেকটা হ্রাস পেয়েছে। কিন্তু শহীদ রমিজ উদ্দিন কলেজের যে দুজন শিক্ষার্থী নিহত হলো সেটা কোনো দিনই ক্ষমা করা যায় না। কারণ ওই চালক নিয়ম ভঙ্গ করে বাস চালাচ্ছিল যার কারণে দুটি প্রাণ ঝড়ে গেল। তাদেরকে আমরা কখনই ক্ষমা করব না।
শিক্ষার্থী নিহত হওয়ার পর শুরু হওয়া ছাত্র আন্দোলন সম্পর্কে তিনি বলেন, ‘শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসের পর পুলিশ, র্যাব, বিজিবি যেখানে যেখানে আক্রমণ হয়েছে তাদের সবাইকে বলেছি ধৈর্য ধরতে। শিক্ষার্থীদের কোনো ক্ষতি হোক সেটা আমি চাইনি। আমি সব সময় চিন্তিত ছিলাম যেন কোনো দুর্ঘটনা না ঘটে।’
দুই দিন শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়া হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তৃতীয় দিন থেকে আন্দোলনে স্বার্থান্বেষীরা অনুপ্রবেশ করে। নিচে অন্য শার্ট- রাস্তায় দাঁড়িয়ে সবাই স্কুলের শার্ট পরে ছাত্র হয়ে যাচ্ছিল। ব্যাগের ভেতর থেকে দা, চাইনিজ কুড়াল ও পাথর বের করে নাশকতা চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
Comments