সৌদি আরবে ঈদ ২১ আগস্ট

সৌদি আরবে মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ-উল-আজহা আগামী ২১ আগস্ট উদযাপিত হবে। শনিবার সন্ধায় দেশটি থেকে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় সেদিন ঈদ হবে সেখানে।
প্রতীকি ছবি

সৌদি আরবে মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ-উল-আজহা আগামী ২১ আগস্ট উদযাপিত হবে। শনিবার সন্ধায় দেশটি থেকে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় সেদিন ঈদ হবে সেখানে।

জিলহজ মাসের ৯ তারিখ অর্থাৎ ২০ আগস্ট আরাফাত ময়দানে হাজিরা সমবেত হবেন। আরাফাতের ময়দানে হজের শেষ আনুষ্ঠানিকতার পরদিন সৌদি আরবে ঈদ উদযাপিত হয়। মধ্যপ্রাচ্যে পার্শ্ববর্তী দেশগুলোতেও একই দিনে ঈদ পালিত হয়।

Comments

The Daily Star  | English

Gaza still bleeding

Death toll nears 42,000; rallies worldwide calls for ceasefire

1h ago