হ্যাজার্ডকে পেতে বিশ্বরেকর্ড গড়বে রিয়াল
ক্রিস্তিয়ানো রোনালদো দল ছাড়ায় তার জায়গায় একজন তারকা খেলোয়াড়কে যে চাই-ই চাই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। অনেক দিন থেকেই তাই এডেন হ্যাজার্ডকে কিনতে চেলসির পেছনেই লেগে আছে দলটি। কিন্তু রিয়ালের প্রস্তাব পছন্দ হচ্ছে না ইংলিশ ক্লাবটির। তাই এবার রেকর্ড ২০০ মিলিয়ন পাউন্ডের (২২৪ মিলিয়ন ইউরো) অফার দিতে যাচ্ছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। এমন সংবাদই প্রকাশ করেছে ইংলিশ গণমাধ্যম দ্য সানডে এক্সপ্রেস।
গত মৌসুমেই ১৯৮ মিলিয়ন পাউন্ড (২২২ মিলিয়ন ইউরো) খরচ করে বার্সেলোনা থেকে নেইমারকে কিনে নেয় পিএসজি। এখন পর্যন্ত এটাই ফুটবল বিশ্বের সর্বোচ্চ ট্রান্সফার ফি। তবে গুঞ্জন অনুযায়ী রিয়াল যদি সত্যিই হ্যাজার্ডকে এমন অফার দেয় তাহলে এটাই হবে সর্বোচ্চ। হবে নতুন রেকর্ড।
১৮ আগস্ট শুরু হচ্ছে লা লিগা। তবে রিয়ালের লিগ শুরু হবে এর দুই দিন পর। লিগে নামার আগেই রোনালদোর জায়গায় ভালো মানের একজন খেলোয়াড়কে চায় রিয়াল। এর আগে রিয়ালের দেওয়া ১৫০ মিলিয়ন পাউন্ডের অফার ফিরিয়ে দিয়েছে চেলসি। তাই এবার বড় অফার নিয়েই যাচ্ছে দলটি। তবে চেলসির নতুন কোচ মাউরিজিও সারি হ্যাজার্ড বিক্রি না করতেই বলছেন তার দলকে।
‘হ্যাজার্ড আমাদের সঙ্গেই আছে। এটা কোন সমস্যা না। আমি তার সঙ্গে তিন চার বার এ নিয়ে কথা বলেছি। কিন্তু সে এ দলবদলের বাজার সম্পর্কে একবারও কিছু বলেনি। সে এখানে থেকে সুখীই আছে।’ – এক্সপ্রেসের প্রতিবেদককে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বলেছেন চেলসি ম্যানেজার।
এদিকে চেলসির তরফ থেকে সাপ্তাহিক ৩০ হাজার পাউন্ড বেতনের অফার দেওয়া হয়েছে হ্যাজার্ডকে। তবে এটা যথেষ্ট নাও হতে পার এ বেলজিয়ান তারকার জন্য। রিয়াল মাদ্রিদ তার চেয়েও বড় অফার তাকে দেবে বলেই জানা গেছে। রোনালদোর যাওয়ার পর রিয়ালে বর্তমানে সর্বোচ্চ বেতন পাচ্ছেন গ্যারেথ বেল। সাপ্তাহিক ৩৫ হাজার পাউন্ড বেতন পান তিনি। রিয়ালে বেলের কাছাকাছি কিংবা তার চেয়ে বেশি বেতন পেতে পারেন হ্যাজার্ড।
লা লিগার গ্রীষ্মের দলবদল শেষ হবে আগামী ৩১ আগস্ট। তাই বেশ লম্বা সময় এখনও হাতে আছে রিয়ালের। কদিন আগেই ৩৫ মিলিয়ন পাউন্ড খরচ করে চেলসি থেকে থিবো কোর্তোয়াকে কিনে নিয়েছে রিয়াল। রিয়ালে যাওয়ায় কোর্তোয়াকে অভিনন্দনও জানিয়েছেন ২৭ বছর বয়সী হ্যাজার্ড। আর তাকেও রিয়ালে দেখার জন্য অপেক্ষা করছেন বলেই জানিয়েছেন কোর্তোয়া।
আরও পড়ুন ঃ এই মুহূর্তে আশরাফুলের জন্য কোন জায়গা নেই: প্রধান নির্বাচক
Comments