শীর্ষ খবর

মানহানি মামলায় খালেদার ছয় মাসের জামিন

মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগে নড়াইলের মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।
রাজধানীর বকশীবাজারে বিশেষ আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন খালেদা জিয়া। ছবি: রাফিউল ইসলাম

মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগে নড়াইলের মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

খালেদার জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি কাশেফা হোসেনের বেঞ্চ আজ এই আদেশ দেন। খালেদার পক্ষে গত বৃহস্পতিবার জামিন আবেদন করা হয়েছিল।

২০১৫ সালের ২১ ডিসেম্বর রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ারস, বাংলাদেশ মিলনায়তনে এক আলোচনা সভায় মুক্তিযুদ্ধে প্রকৃত শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে খালেদা জিয়া বলেছিলেন, মুক্তিযুদ্ধে কতজন শহীদ হয়েছেন সে ব্যাপারে বিতর্ক রয়েছে। বিভিন্ন বই ও নথিপত্রে এই বিতর্ক রয়েছে।

এই বক্তব্যের পর নড়াইলের নড়াগতীর রায়হান ফারুকি ইমাম নামের এক ব্যক্তি ২০১৪ সালের ২৪ ডিসেম্বর খালেদার বিরুদ্ধে মামলা করেন।

Comments

The Daily Star  | English

Are tides turning in Myanmar's civil war?

On October 27, the civil conflict in Myanmar took a significant turn.

6h ago