প্রায় সব কোটা তুলে দেওয়ার পরামর্শ দিয়েছে কমিটি

কোটা সংস্কারের বিষয়টি পর্যালোচনা করার জন্যে সরকারের গঠিত কমিটি সরকারি চাকরিতে বিদ্যমান প্রায় সব কোটাই তুলে দেওয়ার পরামর্শ দিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম।
quota
স্টার ফাইল ছবি

কোটা সংস্কারের বিষয়টি পর্যালোচনা করার জন্যে সরকারের গঠিত কমিটি সরকারি চাকরিতে বিদ্যমান প্রায় সব কোটাই তুলে দেওয়ার পরামর্শ দিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম।

আজ (১৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদের সাপ্তাহিক বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

শফিউল আলম বলেন, তবে মুক্তিযোদ্ধা কোটার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আদালতের নির্দেশনা নেওয়া প্রয়োজন।

উল্লেখ্য, গত ২ জুলাই মন্ত্রিপরিষদ সচিবকে আহ্বায়ক করে কোটা পর্যালোচনা কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, সংসদ বিষয়ক বিভাগ এবং পিএসসি-র সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব।

গত এপ্রিলে বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে সারাদেশে বিক্ষোভ সমাবেশ করেন।

এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১১ এপ্রিল জাতীয় সংসদে সরকারি চাকরিতে সব ধরনের কোটা বিলুপ্তির ঘোষণা দেন।

Comments