‘আশরাফুলকে আরও অপেক্ষা করতে হবে’

Mohammad Ashraful
ছবি: ফেসবুক থেকে

বিপিএলে ফিক্সিং করে নিষিদ্ধ হওয়া মোহাম্মদ আশরাফুলের পুরোপুরি নিষেধাজ্ঞা উঠেছে আজই। এখন থেকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য বিবেচিত হতে তার কোন বাধা নেই। তবে প্রধান নির্বাচকের মতো বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসও এই মুহূর্তে জাতীয় দলে আশরাফুলের জায়গা দেখছেন না।

২০১৩ সালে বিপিএলে ফিক্সিংয়ে জড়িত হওয়ায় মোট ৮ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল আশরাফুলকে।  পরে আপিলের পর সেই সাজা কমে যায়। দুই বছর আগে বিপিএল ছাড়া অন্য ঘরোয়া আসরে খেলার ছাড়পত্র পান আশরাফুল। তবে আন্তর্জাতিক ক্রিকেটে বৈধ হতে পাঁচ বছর পুরো করার দরকার ছিল। সেটাও পূর্ণ হয়েছে আজ ১৩ আগস্ট।

নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় সাবেক এই অধিনায়ক আবার দলে  ফিরতে পারেন কিনা এই নিয়ে শুরু হয় আলোচনা। এরমধ্যে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন কোন ফরম্যাটেই সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ানের জন্য কোন জায়গা না দেখার কথা জানিয়ে দিয়েছেন। তার সঙ্গে সায় আছে জালাল ইউনুসেরও, ‘এক কথায় বললে আশরাফুল একটি নাম। এখানে দশ জন ক্রিকেটার যেভাবে জাতীয় দলে আসে সেভাবেই আশরাফুলকে আসতে হবে। আপনারা জানেন যে পাঁচ বছর সে ক্রিকেটের বাইরে ছিল। ঘরোয়া ক্রিকেটের দুটি আসরে সে খেলেছে কিন্তু সেটি যথেষ্ট নয়। তার ফিটনেসের ব্যাপার আছে।’

আশরাফুলকে নিয়ে নির্বাচকরা কি ভাবছেন সেটিই এখানে মুখ্য বলে মনে করেন জালাল ইউনুস, 'আশরাফুল নির্বাচকদের ভাবনায় আছে কিনা সেটি আমরা জানি না। আমি কালকেও দেখেছি যে প্রধান নির্বাচক বলেছে যে এখনই সে ধরণের কোন ভাবনা নেই তাদের। ’

‘সামনে একটি ঘরোয়া আসর রয়েছে সেখানে খেলতে হবে, সব ফরম্যাটেই খেলতে হবে। যেসব ফরম্যাটে সে খেলতে পারছিল না সেগুলোতেও এখন সে খেলতে পারবে। নির্বাচকেরা চাইছে তাকে তিন ফরম্যাটেই ভালো করে দেখতে। তার শারীরিক ফিটনেসটা কেমন সেটাই গুরুত্বপূর্ণ। সেকারণে আমার মনে হয় তাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।’

যে বিপিএলের ফিক্সিং করে নিষিদ্ধ হয়েছিলেন আশরাফুল। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি সেই বিপিএল খেলার জন্যও এখন উন্মুক্ত তিনি। তবে আশরাফুল বিপিএলে থাকছেন কিনা তা নির্ভর করছেন ফ্রেঞ্চাইজিদের চাহিদার উপর, ‘বিপিএলে খেলার জন্য সে এখন মুক্ত। এখন এটি নির্ভর করছে ফ্র্যাঞ্চাইজিদের ওপর। যেহেতু সে সবকিছু থেকে মুক্ত হচ্ছে তাই বিপিএলে খেলতে পারবে। এখন তাকে নেয়া না নেয়ার ব্যাপারটি ফ্র্যাঞ্চাইজিদের ওপর।’

Comments

The Daily Star  | English

Interim govt must not be allowed to fail: Tarique addresses BNP rally

The rally will conclude at Manik Mia Avenue, where the closing speech will be delivered by Tarique Rahman

1h ago