রোনালদোহীন রিয়ালের প্রথম পরীক্ষা অ্যাতলেটিকো
উয়েফা সুপার কাপের ইতিহাসে প্রথমবারের মতো লড়াই করছে দুই নগর প্রতিদ্বন্দ্বী। গত আসরে এ শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। শিরোপা ধরে রাখার মিশনে বুধবার রাতে তাদের প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদ। তার মানে মাদ্রিদেই থাকছে এ ট্রফি। তাই উত্তেজনাটা এবার একটু বেশিই।
রিয়াল ছেড়ে চলে গেছেন দলের সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। নেই কোচ জিনেদিন জিদানও। যার অধীনে কোন ফাইনালই হারেনি ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। এ দুই তারকাকে ছাড়া প্রথমবার মাঠে নামছে দলটি। তাও উত্তেজনায় ঠাসা একটি ম্যাচে। নতুন কোচ জুলেন লোপেতেগির জন্য তাই শুরুতেই বড় পরীক্ষা।
রোনালদোর জায়গায় মানসম্পন্ন তেমন কাউকেই কিনতে পারেনি রিয়াল। থিবো কোর্তোয়া, আলভারো ওদ্রিয়োজোলা এবং ভিনিশিয়াস জুনিয়রই এ গ্রীষ্মে তাদের প্রাপ্তি। তবে প্রস্তুতি ম্যাচে তার ঘাটতি ভালো ভাবেই পুষিয়ে দিয়েছেন ওয়েলস তারকা গ্যারেথ বেল। দারুণ ছন্দে আছেন অ্যাসেনসিও। কিন্তু তারপরও যদি কিন্তু বেড়াজালে উঠছে নানা প্রশ্ন। রোনালদোকে ছাড়া কেমন করবে রিয়াল?
রোনালদোর মানসম্পন্ন বিকল্প না পেলেও নিজের দল নিয়ে সন্তুষ্ট লোপেতেগি। সব শিরোপাই তার লক্ষ্য, ‘ক্লাব আমাদের সকল চাহিদা পূরণ করেছে। এ বার আমাদের দায়িত্ব ক্লাবকে কিছু ফিরিয়ে দেওয়া।আমাদের তাই সব ট্রফিই জিততে হবে। এটা একটা চাপও বটে। তবে অ্যাতলেটিকো চেনা প্রতিপক্ষ।’
দায়িত্ব নেওয়ার পর থেকেই দিয়াগো সিমিওনির অ্যাতলেটিকো রীতিমতো জায়ান্ট দলে পরিণত হয়েছে। সাদামাটা দল নিয়েও দারুণ লড়াই করেছে। তার অধীনে রিয়ালের বিপক্ষে অ্যাতলেটিকোর জয়ের পাল্লাটা প্রায় সমান। যদিও দলে অনেক পরিবর্তন হয়েছে এবার। প্রায় নতুন দলই বলা চলে। গ্রীষ্মের দলবদলে থমাস লেমার, রদ্রি হের্নান্দেজ ও গেলসন মার্টিন্সকে কিনেছে দলটি।
তবে রোনালদো বিহীন রিয়ালকেও আগের মতোই শক্তিশালী মনে করছেন সিমিওনি, ‘আমাদের দলে অনেকেই নতুন। তাই মানিয়ে নিতে একটু সময় লাগবে। দলে বড় নাম থাকলে সেই ক্লাব বড় এটা অনেকে বলেন। তবে আমি এটা বিশ্বাস করি না। আসল ব্যাপার হচ্ছে দলগতভাবে কেমন খেলছে। তাই রোনালদো না থাকলেও রিয়ালের শক্তি কমেনি। ওদের হারাতে মাঠে আমাদের সেরা ফুটবল খেলা ছাড়া বিকল্প কিছু ভাবার সুযোগ নেই।’
Comments