নির্বাচনের আগে রাজনৈতিক দলের সঙ্গে কোনো সংলাপ নয়: ইসি
আগামী জাতীয় নির্বাচনের আগে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ আয়োজন করবে না নির্বাচন কমিশন। কমিশনের সচিব হেলাল উদ্দিন আহমেদ আজ আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এই তথ্য জানিয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার সভাপতিত্বে নির্বাচন কমিশনারদের বৈঠক থেকে এই সিদ্ধান্ত এসেছে। বৈঠক শেষে কমিশনের সচিব সাংবাদিকদের ব্রিফ করেন।
ব্রিফিংয়ে হেলাল উদ্দিন আহমেদ জানান, অক্টোবরের শেষ দিকে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে। আর নির্বাচনের সম্ভাব্য তারিখ ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির শুরুতে নির্ধারণ করা হতে পারে।
এর আগে বেশ কয়েক দফায় নিবন্ধিত রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমের প্রতিনিধিদের নিয়ে পরামর্শের জন্য বৈঠক করেছে নির্বাচন কমিশন।
Comments