ঈদে ফেসবুকে ট্রাফিক আপডেট জানাবে র্যাব
মহাসড়কে যানজট আর ট্রেনের শিডিউল বিপর্যয় নিয়ে ঈদে ঘরে ফেরা মানুষের ভোগান্তির শেষ নেই। স্বাভাবিক অবস্থায় যে পথ পাড়ি দিতে ৬ ঘণ্টা লাগার কথা সেখানে যানজটেই চলে যাচ্ছে ১০-১২ ঘণ্টা। ট্রেনের অপেক্ষায় স্টেশনে বসে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা। এই অবস্থায় ঈদ যাত্রীদের স্বস্তি দিতে ট্রাফিক আপডেট জানানোর উদ্যোগ নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বাহিনীটি তাদের ফেসবুক পেজে যাত্রীদের জন্য প্রয়োজনীয় তথ্য জানাবে।
ঈদে নিরাপত্তা নিয়ে আজ ঢাকায় র্যাবের সদর দপ্তরে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ বলেন, র্যাব সদর দপ্তর থেকে ফেসবুক পেজে প্রতি চার ঘণ্টা অন্তর বাস, ট্রেন ও লঞ্চের শিডিউল সম্পর্কে তথ্য জানানো হবে। সেই সঙ্গে র্যাবের ফেসবুক পেজে চোখ রাখলেই মহাসড়কের সার্বিক পরিস্থিতির তথ্যও পাওয়া যাবে।
এছাড়াও র্যাবের ১৪টি ইউনিট তাদের নিজ নিজ এলাকার মহাসড়কের যানজট নিয়ে প্রতি চার ঘণ্টা অন্তর ফেসবুকে আপডেট জানাবে।
Comments