রিয়ালকে হতাশ করে চেলসিতেই থাকছেন হ্যাজার্ড

ক্রিস্তিয়ানো রোনালদোর জায়গায় ভালো মানের একজন বিকল্প অনেক দিন থেকেই খুঁজছে রিয়াল মাদ্রিদ। তবে তার উপযুক্ত বিকল্প এখনও পেয়ে ওঠেনি দলটি। প্রত্যাশা ছিল চেলসির বেলজিয়ান তারকা এডেন হ্যাজার্ডকে দিয়ে ঘাটতি পোষাবে তারা। কিন্তু আপাতত চেলসি ছাড়ার কোন ইচ্ছে নেই বলেই জানিয়েছেন হ্যাজার্ড।

ক্রিস্তিয়ানো রোনালদোর জায়গায় ভালো মানের একজন বিকল্প অনেক দিন থেকেই খুঁজছে রিয়াল মাদ্রিদ। তবে তার উপযুক্ত বিকল্প এখনও পেয়ে ওঠেনি দলটি। প্রত্যাশা ছিল চেলসির বেলজিয়ান তারকা এডেন হ্যাজার্ডকে দিয়ে ঘাটতি পোষাবে তারা। কিন্তু আপাতত চেলসি ছাড়ার কোন ইচ্ছে নেই বলেই জানিয়েছেন হ্যাজার্ড।

অথচ বিশ্বকাপ শেষে ক্লাব পরিবর্তন করার ইচ্ছা পোষণ করে হ্যাজার্ড বলেছিলেন, ‘চেলসির হয়ে ছয় বছর দারুণ সময় কাটানোর পর এখন সময় এসেছে নতুন কিছু ভাবার।’ রিয়াল তাকে পেতে আগ্রহ দেখিয়েছিল বেশ। কিন্তু মূল্যটা পছন্দ হয়নি চেলসির। পরে যখন তা বাড়ানোর সিদ্ধান্ত নেয় ততদিনে ইংলিশ লিগের দলবদল শেষ।

তাই সব মিলিয়ে আপাততও চেলসিতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন হ্যাজার্ড, ‘সবাই জানে আমি বিশ্বকাপ শেষে কি বলেছিলাম, কিন্তু আমি এখানে সুখী আছি। আমি এসব নিয়ে আর কথা বলতে চাই না। এ নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। এ মুহূর্তে আমি এখানে সুখী আছি। আমার আরও দুই বছরের চুক্তি রয়েছে। দেখা যাক কি হয়। তবে এ বছরে দল ছাড়া? আমি যাচ্ছি না।’

এদিকে হ্যাজার্ডকে কিনতে ২০০ মিলিয়ন পাউন্ড খরচ করতে আগ্রহী রিয়াল। তবে গ্রীষ্মের দল বদল আগামী ৩১ আগস্ট পর্যন্ত চললেও ইংলিশ লিগের ক্ষেত্রে কিছুটা ভিন্ন। এ সময়ে তারা খেলোয়াড় বিক্রি করতে পারবে ঠিকই কিন্তু কিনতে পারবে না। গত মাসেই শেষ হয়েছে কেনার সময় সূচি। এ অদ্ভুত নিয়মের কারণে ক্লাবের প্রতি সহানুভূতি দেখিয়েই আপাতত চেলসিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন হ্যাজার্ড। তবে পরবর্তীতে যে কোন কিছুই হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন এ বেলজিয়ান।

‘ইংলিশ লিগের দল বদলের সময় শেষ। তারা খেলোয়াড় বিক্রি করতে পারবে কিন্তু নতুন কাউকে কিনতে পারবে না। এটা কিছুটা অদ্ভুত, তারা আমাকে এখন বিক্রি করলে আমার জায়গায় কাউকে নিতে পারবে না। আজ আমি দেখেছি সমর্থকরা আমাকে কতোটা ভালোবাসে। আমি যেখানে আছি ভালো আছি। দেখা যাক পরের এক দুই বছরে কি হয়।’

তার মানে হ্যাজার্ডকে পেতে হলে রিয়ালকে অপেক্ষা করতে হবে শীতকালীন দল বদল পর্যন্ত। এখন দেখার বিষয় স্প্যানিশ জায়ান্টরা তার জন্য অপেক্ষা করেন নাকি বিকল্প খেলোয়াড় খোঁজেন। জানা গেছে লিভারপুলের মিসরীয় তারকা মোহাম্মদ সালাহকে কিনতে খুব শিগগিরই মাঠে নামবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।

 

Comments