ক্যামেরা হাতে সালমান খান!

Salman Khan in Malta
মালটায় অভিনেতা সুনীল গ্রোভারের ছবি তুলছেন অপর অভিনেতা সালমান খান। ছবি: ইনস্ট্রাগ্রাম থেকে নেওয়া

সাধারণত ক্যামেরার সামনে থাকেন যে মানুষটি তিনি যদি ক্যামেরা হাতে নিয়ে অন্যের ছবি তুলতে থাকেন তাহলে তা খবরই হয় বটে! আর সেই মানুষটি যদি হন বলিউডের শীর্ষ অভিনেতা সালমান খান তাহলে ভক্তদের আগ্রহতো জন্মাবেই।

ভারতীয় গণমাধ্যম গতকাল (১৮ আগস্ট) এমনই একটি খবর ছেপেছে। প্রকাশিত খবর ও ছবি থেকে জানা যায়, ইউরোপের দ্বীপদেশ মালটায় সালমান খান ক্যামেরা হাতে ছবি তুলছেন অপর অভিনেতা সুনীল গ্রোভারের।

এই খবরটুকুর অন্তরালে রয়েছে ভিন্ন খবর। আসলে এটি সালমান খান অভিনীত ‘ভারত’ চলচ্চিত্রের প্রচারণার একটি অংশ। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্ট্রাগ্রামে সুনীল গ্রোভার সালমান খানের তোলা তার ছবিটি পোস্ট করে মূলত এই খবরই জানালেন যে, মালটায় ‘ভারত’-এর শুটিং বেশ ভালোভাবে চলছে।

তবে এরই মধ্যে সালমান খান ছবিটির প্রথম টিজার ছেড়েছেন অনলাইনে। সেখান থেকে জানা যায়, ছবিটি মুক্তি পাবে আগামী বছরের ঈদে।

উল্লেখ্য, পরিচালক আলি আব্বাস জাফরের ‘ভারত’ ছবিটির প্রথম ধাপের শুটিং সম্প্রতি শেষ হয় মুম্বাইয়ে। এরপর, কলাকুশলীরা উড়াল দেন মালটার উদ্দেশ্যে। সেখানে চলছে ছবিটির দ্বিতীয় ধাপের শুটিং।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

Comments

The Daily Star  | English

Decision on AL’s registration after receiving govt ban order: CEC

The decision to ban was made at a special meeting of the council following three days of demonstrations demanding a ban on the party

1h ago