এক সেশনেই অনেক জবাব দিলেন পান্ডিয়া

হার্দিক পান্ডিয়া ব্যাটসম্যান নাকি বোলার? তিনি কোন ধরণের অলরাউন্ডার? কেন তিনি ভারতের টেস্ট দলে? নিন্দুকদের এমন অনেক প্রশ্নে কান ঝালাপালা হচ্ছিল তার। এমন না যে তিনি সামর্থ্যের প্রমাণ রাখেননি। টেস্ট দলে অন্তর্ভুক্তি প্রশ্নবিদ্ধ হলেও পারফরম্যান্স দিয়েই জায়গা পাকা করেছিলেন। তবে ইংল্যান্ড সফরে ব্যাটে-বলে মিলছিল না সাফল্যের সুর। ধেয়ে আসছিল প্রশ্নের ভান। রোববার ট্রেন্ট ব্রিজে সবই এক সেশনে ঠেলে সরিয়েছেন তিনি।
Hardik Pandya
ছবি: রয়টার্স

হার্দিক পান্ডিয়া ব্যাটসম্যান নাকি বোলার? তিনি কোন ধরণের অলরাউন্ডার? কেন তিনি ভারতের টেস্ট দলে? নিন্দুকদের এমন অনেক প্রশ্নে কান ঝালাপালা হচ্ছিল তার। এমন না যে তিনি সামর্থ্যের প্রমাণ রাখেননি। টেস্ট দলে অন্তর্ভুক্তি প্রশ্নবিদ্ধ হলেও পারফরম্যান্স দিয়েই জায়গা পাকা করেছিলেন। তবে ইংল্যান্ড সফরে ব্যাটে-বলে মিলছিল না সাফল্যের সুর। ধেয়ে আসছিল প্রশ্নের ভান। রোববার ট্রেন্ট ব্রিজে সবই এক সেশনে ঠেলে সরিয়েছেন তিনি।

ট্রেন্ট ব্রিজে পান্ডিয়ার বদৌলতেই ম্যাচের লাগাম নিয়েছে ভারত। ইংলিশদের ১৬১ রানে গুটিয়ে দেওয়ার পথে ২৮ রানে ৫ উইকেট নিয়ে পান্ডিয়া করেছেন ক্যারিয়ার সেরা বোলিং। ইংলিশ কন্ডিশনের স্যুয়িং আর বাড়তি বাউন্স কাজে লাগানোর মুন্সিয়ানা যে তিনিও জানেন, দেখিয়েছেন তা।

আগের দিনের ৬ উইকেটে ৩০৭ রান নিয়ে নামা ভারত এদিন ৩২৯ রানেই অলআউট হয়ে যায়। জবাবে দারুণ শুরু পেয়েছিল ইংল্যান্ড। দুই ওপেনার অবিচ্ছিন্ন ছিলেন ৫৪ রান পর্যন্ত। এরপরই ধস। ইশান্ত শর্মা, জাসপ্রিন্ট বোমরাহ আর পান্ডিয়ার ছোবলে ৮৬ রানে ইংল্যান্ড হারায় ৪ উইকেট। তখনো এত অল্প রানে গুটিয়ে যাওয়ার শঙ্কা ছিল না। পান্ডিয়া পরে একাই ধসিয়ে দেন ইংলিশদের প্রথম ইনিংস।

১৬৮ রানের বড় লিড পেয়ে দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাট করছে ভারত। তুলে নিয়েছে ২ উইকেটে ১২৪ রান। লিড হয়ে গেছে ২৯২ রান।

কদিন আগে ক্যারিবিয়ান লেজেন্ড মাইকেল হোল্ডিং বলেছিলেন পান্ডিয়াকে অলরাউন্ডার মানতে তিনি নারাজ। তিনি না পারছেন ব্যাটিংয়ে কিছু করতে, না পারছেন বোলিংয়ে। দিনশেষে এসব সমালোচনা নিয়ে প্রশ্নের জবাবে এই অলরাউন্ডার বলেছেন, ‘বিশেষজ্ঞরা কে কী বলছেন, তা নিয়ে আমি ভাবি না। কথা বলার জন্য তারা পয়সা পান, তাই যা মনে হয় বলতেই পারেন। আমি একটাই জিনিস দেখি যে, আমার দল কী বলছে। যদি দল আমাকে নিয়ে খুশি থাকে, আমি খুশি।’

তিনি অলরাউন্ডার কিনা তা নিয়ে কে কি ভাবল তাতে পাত্তাই দিচ্ছে না পান্ডিয়া,  ‘আমার কাছে দলের বিশ্বাসটাই একমাত্র গুরুত্বপূর্ণ। আমি অলরাউন্ডার কি না, সেটা নিয়ে দল কী ভাবছে, সেটাই জরুরি।’

ট্রেন্ট ব্রিজ টেস্টে দ্বিতীয় দিন পর্যন্ত সংক্ষিপ্ত স্কোর:

ভারত ১ম ইনিংস: (আগের দিন শেষে ৩০৭/৬) ৯৪.৫ ওভারে ৩২৯ (ধাওয়ান ৩৫, রাহুল ২৩, পুজারা ১৪, কোহলি ৯৭, রাহানে ৮১, পান্ডিয়া ১৮, পান্ত ২৪, অশ্বিন ১৪, ইশান্ত ১*, শামি, ৩, বুমরাহ ০; অ্যান্ডারসন ৩/৬৪, ব্রড ৩/৭২, স্টোকস ০/৫৪, ওকস ৩/৭৫, রশিদ ১/৪৬)

ইংল্যান্ড ১ম ইনিংস: ৩৮.২ ওভারে ১৬১ (কুক ২৯, জেনিংস ২০, রুট ১৬, পোপ ১০, বেয়ারস্টো ১৫, স্টোকস ১০, বাটলার ৩৯, ওকস ৮, রশিদ ৫, ব্রড ০, অ্যান্ডারসন ১*; শামি ১/৫৬, বুমরাহ ২/৩৭, অশ্বিন ০/৩, ইশান্ত ২/৩২, পান্ডিয়া ৫/২৮)

ভারত ২য় ইনিংস: ৩১ ওভারে ১২৪/২ (ধাওয়ান ৪৪, রাহুল ৩৬, পুজারা ৩৩*, কোহলি ৮*; অ্যান্ডারসন ০/২৪, ব্রড ০/২৫, ওকস ০/১৯, স্টোকস ১/৩০, রশিদ ১/২৩)

Comments

The Daily Star  | English

Six killed in Cox’s Bazar landslides amid relentless rain

453mm of rain recorded in 24 hours as many areas of seaside town inundated

2h ago