বেলের নৈপুণ্যে রিয়ালের জয়
সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদো দল ছেড়েছেন। তাই রিয়াল মাদ্রিদ তাকিয়ে ছিল আরেক তারকা গ্যারেথ বেলের দিকে। আর তা কড়ায়গণ্ডায় মিটিয়ে দিয়েছেন এ ওয়েলস তারকা। পুরো ম্যাচেই দুর্দান্ত খেলা এ খেলোয়াড়ের নৈপুণ্যে ২-০ গোলে গেটাফেকে হারিয়ে লা লিগা শুরু করেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।
উয়েফা সুপার কাপে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে বিধ্বস্ত হওয়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়ালো রিয়াল। নতুন কোচ জুলেন লোপেতেগির অধীনে কোন প্রতিযোগিতামূলক ম্যাচে এটা প্রথম জয় দলটির।
সান্তিয়াগো বার্নাব্যুতে রোববার শুরু থেকে গেটাফেকে চেপে ধরে রিয়াল। ম্যাচের ৩ মিনিটেই এগিয়ে যেতে পারতো তারা। মাঝ মাঠ থেকে উড়ে আসা বল অফসাইডের ফাঁদ ভেঙে দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়েছিলেন বেল। দারুণ শটও নিয়েছিলেন। কিন্তু সে শট ঝাঁপিয়ে পড়ে ফিরিয়ে দেন গোলরক্ষক দাভিদ সোরিয়া। ১৫ মিনিটে আবার হতাশ হন বেল। এবার মার্সেলো ক্রস থেকে তার নেওয়া হেড ফিরে আসে বারপোস্টে লেগে।
২০ মিনিটে ড্যানিয়েল কার্বাহালের গোলে এগিয়ে যায় রিয়াল। বেলের ক্রস ফিস্ট করে ফিরিয়ে দিয়েছিলেন গোলরক্ষক। তবে ফিরতি বলে ফাঁকায় দাঁড়িয়ে দারুণ এক হেড দিয়ে বল জালে জড়ান কার্বাহাল। ৫১ মিনিটে ডিফেন্ডারের ভুল বল পেয়ে যান মার্কো অ্যাসেনসিও। তার পাস থেকে বেলের নেওয়া শট এবার আর ফেরাতে পারেননি গোলরক্ষক। ফলে ২-০ গোলে এগিয়ে যায় রিয়াল।
দুই মিনিট পর দারুণ এক শট নিয়েছিলেন অ্যাসেনসিও। কিন্তু দুর্ভাগ্য তার বল ফিরে আসে বার পোস্টে লেগে। ৭৩ মিনিটে গোল শোধের সুযোগ পেয়েছিল গেটাফে। তবে মাউরো আরাম্বারির ক্রস পায়ে লাগাতে ব্যর্থ হন ইভান আলেহো। এরপর আর কোন গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
Comments