কোহলির সেঞ্চুরিতে ইংল্যান্ডের সামনে পাহাড় ডিঙানোর চ্যালেঞ্জ

প্রথম ইনিংসে মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি মিস করেছিলেন বিরাট কোহলি। দ্বিতীয় ইনিংসেই ঘুচিয়েছেন আক্ষেপ। অধিনায়কের ২৩তম টেস্ট সেঞ্চুরির দিনে ইংল্যান্ডকে রানের বোঝা চাপিয়ে দিয়েছে ভারত।
Virat Kohli
ছবি: রয়টার্স

প্রথম ইনিংসে মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি মিস করেছিলেন বিরাট কোহলি। দ্বিতীয় ইনিংসেই ঘুচিয়েছেন আক্ষেপ। অধিনায়কের ২৩তম টেস্ট সেঞ্চুরির দিনে ইংল্যান্ডকে রানের বোঝা চাপিয়ে দিয়েছে ভারত।

সোমবার ট্রেন্ট ব্রিজ টেস্টের তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংস ৭ উইকেটে ৩৫২ রান তুলে ছেড়ে দেয় ভারত। তাতে ম্যাচ জিততে ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫২১ রান। দিনশেষে বিনা উইকেটে ২৩ রান নিয়ে শেষ করেছে স্বাগতিকরা। ট্রেন্ট ব্রিজ টেস্টের ফল নিজেদের দিকে আনতে হলে ইংল্যান্ডকে অসাধ্য সাধান করতে হবে। ম্যাচ তাই এখন অনেকটা ভারতের মুঠোয়।

২ উইকেটে ১২৪ রান নিয়ে দিন শুরু করে জমাট ব্যাট করতে থাকেন কোহলি ও চেতশ্বর পূজারা। ২২৪ রানে গিয়ে বিচ্ছিন্ন হওয়ার আগে দুজনে করে ফেলেন ১১৩ রানের জুটি। বেন স্টোকসের বলে ছন্দে ফেরা পুজারা ক্যাচ দেন স্লিপে।

পুজারা ফিরলেও দারুণ দৃঢ়তা দেখিয়ে সেঞ্চুরি হাঁকান কোহলি। সেঞ্চুরির পর পরই অবশ্য থামে তার ১৯৭ বলে ১০৩ রানের ইনিংস। ১০ চারের সেঞ্চুরিতে ভারত অধিনায়ক খেলেছেন চোখ ধাঁধানো সব শট। দেখিয়েছেন মনোবল।

পরে ভারতের লিড বাড়ান বল হাতে ক্যারিয়ার নৈপুন্য দেখানো হার্দিক পান্ডিয়া। ৫২ বলে ৫২ রানে অপরাজিত ছিলেন তিনি।

শেষ বিকেলে ইনিংস ছেড়ে দিলে ৯ ওভার ব্যাট করতে পেরেছে ইংল্যান্ড। জাসপ্রিন্ট বোমরাহ-ইশান্ত শর্মারা দুই ইংলিশ ওপেনারকে ভোগান্তিতে ফেললেও উইকেট নিতে পারেননি।

Comments

The Daily Star  | English
BNP call's hartal

Fresh 48-hour blockade from Sunday: BNP

The BNP today called a fresh two-day countrywide blockade from 6:00am on Sunday

7m ago