ঈদের দিনে মাহমুদউল্লাহর ঝলক, বগুড়ায় মুশফিক ও চট্টগ্রামে তামিমের ঈদ

আন্তর্জাতিক খেলা না থাকায় এবার প্রায় সব ক্রিকেটারই ঈদ করছেন স্বজনদের সঙ্গে। ব্যতিক্রম কেবল মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান। পবিত্র হজ পালন করতে সাকিব গেছেন সৌদি আরবে। আর ওয়েস্ট ইন্ডিজে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলছেন মাহমুদউল্লাহ। সেখানে ঈদের দিনেও মাঠে নেমেছিলেন, দেখিয়েছেন বোলিং ঝলক। বাকিরা ঈদ করেছেন নিজ নিজ এলাকায়।

বন্ধু-বান্ধব আর স্বজনদের সঙ্গে ঈদ করতে বরাবরের মতো এবারও নড়াইলে ঈদ করছেন মাশরাফি। সেখান থেকে ভক্তদের জানিয়েছেন শুভেচ্ছা। বগুড়ায় ঈদ করছেন মুশফিকুর রহিম। নিজ শহর চট্টগ্রামে ঈদ কাটছে তামিম ইকবালের।

এদিক থেকে কিছুটা নিঃসঙ্গ ঈদ কাটছে মাহমুদউল্লাহর। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে আছেন দেশ থেকে কয়েক হাজার মাইল দূরে। সেখানে ঈদের দিনেও মাঠে নেমেছিলেন তিনি। দেখিয়েছেন বোলিং ঝলক। তাতে তার দল সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস ৭ উইকেটে হারিয়েছে সেন্ট লুসিয়া স্টার্সকে। নতুন বলে বোলিং করে ৪ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট নেন মাহমুদউল্লাহ। খেলার ব্যস্ততার মাঝেও শুভেচ্ছা জানাতে ভুলেননি। ফেসবুকেই ভক্তদের দিয়েছেন ঈদ শুভেচ্ছা। ঈদের দিনে বাকিরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন ভক্তদের।

ফেসবুকে নিজের পাতায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট দেন মুশফিক। তাতে তিনি লিখেছেন, ‘সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। এই পবিত্র, ত্যাগের এবং খুশির ঈদে কামনা করছি, আপনাদের ঈদ হোক দীনি আমেজে ... দরিদ্র ও অসহায় মানুষের দিকে সাহায্য ও সহমর্মিতার হাত প্রসারিত করি।’

সিনিয়রদের মতো দলের জুনিয়র ক্রিকেটাররাও যে যার মর ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। বন্ধু-স্বজনদের সঙ্গে ভাগ করছেন আনন্দ। সাতক্ষীরায় ঈদ কাটাচ্ছেন মোস্তাফিজুর রহমান। ঈদের চার দিন আগে গ্রামে মাছ ধরার ছবি পোস্ট করেছিলেন তিনি।

মুসলিম ধর্মালম্বিদের উৎসব হলেও সাতক্ষীরার আরেক ক্রিকেটার সৌম্য সরকার ঈদ শুভেচ্ছা জানাতে কার্পণ্য করেননি। পঞ্জাবী পরা ছবি দিয়ে ভক্তদের শুভেচ্ছা জানান এই তারকা।

পরিবারের সঙ্গে ঈদ করার ছবি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের আরেক ওপেনার এনামুল হক বিজয়। ঈদ শুভেচ্ছা জানিয়েছেন সাব্বির রহমানসহ অন্যরা। 

ঈদের ছুটির পর ২৭ অগাস্ট শুরু হবে এশিয়া কাপ সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প।

 

Comments

The Daily Star  | English

Israel welcomes 'all help' in striking Iran

Israel hits nuclear sites, Iran strikes hospital as conflict escalates

1d ago