ভারতের বিশিষ্ট সাংবাদিক কুলদীপ নায়ার আর নেই
ভারতের বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও লেখক কুলদীপ নায়ার মারা গেছেন। বৃহস্পতিবার সকালে দিল্লির একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯৫ বছর।
সাংবাদিকতায় খ্যাতি অর্জন করলেও একাধারে তিনি সরকারি চাকরি করেছেন, বিদেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। হয়েছিলেন আইনসভার উচ্চকক্ষ রাজ্যসভার সদস্যও।
আইনে স্নাতক কুলদীপ নায়ারের জন্ম ১৯২৩ সালে, অবিভক্ত পাঞ্জাবের শিয়ালকোটে। তবে সাংবাদিক হিসেবেই তিনি তার পেশাগত জীবন শুরু করেছিলেন। পরবর্তীতে নিজেকে বহুমাত্রিক পরিচয়ে বিস্তৃত করেন। তার বাবা ছিলেন নামকরা চিকিত্সক। দেশ ভাগের পর তারা সপরিবারে ভারতে চলে আসেন।
কুলদীপ নায়ার মনে প্রাণে চাইতেন উপমহাদেশের দেশগুলোর মানুষের মধ্যে সুসম্পর্ক বজায় থাকুক। নিজের লেখাতেও তার এই আন্তর্জাতিকতাবাদী চরিত্রের পরিচয় পাওয়া যায়। তিনি ধর্মভিত্তিক পরিচয় ও উগ্র জাতীয়তাবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।
কুলদীপ নায়ারের আত্মজীবনী ‘বিয়ন্ড দ্য লাইনস’।
Comments