রোনালদোকে মিস করে রিয়াল : মার্সেলো

জিরোনার বিপক্ষে পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। তাও জয়টা ৪-১ গোলের ব্যবধানে। কিন্তু এমন জয় পাওয়ার পরও সন্তুষ্ট নয় দল। ক্রিস্টিয়ানো রোনালদোর অভাব এখনও দল টের পাচ্ছে বলে মনে করেন দলের ব্রাজিলিয়ান তারকা মার্সেলো।

জিরোনার বিপক্ষে পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। তাও জয়টা ৪-১ গোলের ব্যবধানে। কিন্তু এমন জয় পাওয়ার পরও সন্তুষ্ট নয় দল। ক্রিস্টিয়ানো রোনালদোর অভাব এখনও দল টের পাচ্ছে বলে মনে করেন দলের ব্রাজিলিয়ান তারকা মার্সেলো।

আগের দিন ম্যাচ জিতলেও সমর্থকদের মন ভরাতে পারেনি রিয়াল। প্রথমার্ধে প্রায় ছন্নছাড়া ছিল দল। জিরোনার একের পর এক আক্রমণে প্রায় দিশেহারা অবস্থা ছিল তাদের। শুরুতে পিছিয়েও পরে। এরপর গোল লাইন থেকে কার্বাহাল একটি বল না ফেরালে ফলাফল হয়তো ভিন্নও হতে পারতো।

তবে ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নেয় মার্সেলোরা। পরে গোল পায় চারটি। কিন্তু রোনালদোর অভাবটা দল এখনও কাটিয়ে উঠতে পারেনি বলেই মনে করছেন মার্সেলো, ‘সে (রোনালদো) পৃথিবীর সেরা খেলোয়াড়। অবশ্যই তার মতো খেলোয়াড়কে সবসময় মিস করবেন। তবে বেল এবং বেনজেমা বেশ ভালো খেলছে।’

‘আপনি কখনোই ক্রিস্তিয়ানোকে ভুলে যেতে পারবেন না। সে রিয়াল মাদ্রিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল এবং অনেক গোল করেছে। বর্তমান বিশ্বে আক্রমণভাগের অন্যতম সেরা খেলোয়াড়। তবে আমাদের এখন ভিন্ন খেলোয়াড়দের নিয়ে ভিন্ন চিন্তা করতে হবে’ – যোগ করে আরও বলেন মার্সেলো।

প্রথমার্ধে জিরোনার আক্রমণে রিয়াল কোণঠাসা থাকলেও মাঝে মধ্যেই প্রতি আক্রমণে গিয়েছে মার্সেলোর নেতৃত্বেই। দারুণ খেলতে থাকা এ খেলোয়াড়কেই বসিয়ে দ্বিতীয়ার্ধে বদলী খেলোয়াড় হিসেবে রাফায়েল ভারানেকে নামান কোচ হুলেন লোপেতেগি। নিজের কোন ইনজুরি সমস্যা না থাকায় কোচের এ সিদ্ধান্তে বিস্মিত হয়েছেন বলে জানান মার্সেলো। তবে কোচের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন তিনি।

Comments