বার্সেলোনার মুখোমুখি হতে চান না নেইমার

বার্সেলোনার হয়ে ইউরোপে ফুটবল যাত্রা শুরু করেন নেইমার। এ ক্লাবের হয়ে এক বছরে জিতেছেন ট্রেবলও। হুট করে সে ক্লাবকে বিদায় বলে পরে যোগ দিয়েছেন ফরাসী ক্লাব পিএসজিতে। কিন্তু বার্সেলোনার শক্তিমত্তা সম্পর্কে ভালো ধারণা আছে তার। আর এ কারণেই চ্যাম্পিয়ন্স লিগে সাবেক এ ক্লাবের মুখোমুখি হতে চান না ২৬ বছর বয়সী এ ব্রাজিলিয়ান।

শুক্রবার অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লিগের ড্র। বিগত বছরে বেশ কয়েকবারই গ্রুপ পর্বে বার্সেলোনার সঙ্গে একই গ্রুপে পড়েছে পিএসজি। নকআউটেও দেখা হয়েছে বেশ কয়েকবার। তাই এবারও যে এমন কিছু হবে না, সে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু এমনটা চান না নেইমার।

বাণিজ্যিক একটি অনুষ্ঠানে অংশ নিতে বার্সেলোনায় এসেছেন নেইমার। তবে ক্লাবে নয় শহরে। তবে এর মাঝেই সাবেক ক্লাবের অনুশীলনে গিয়েছেন তিনি। সেখানে লুইস সুয়ারেজ, ইভান রাকিতিচ ও মার্ক টের স্টেগান সহ সাবেক অনেক সতীর্থের সঙ্গে দেখা হয় তার। মঙ্গলবার রাকিতিচ ও স্টেগান তার সঙ্গে সেলফি তুলে আপলোড করেন সামাজিক মাধ্যমে। এ সময় মুখোমুখি হন স্প্যানিশ গণমাধ্যম মুন্ডো দিপার্তিভোর।

এক সাক্ষাৎকারে পত্রিকাটিকে নেইমার বলেন, ‘বার্সেলোনা খেলোয়াড়দের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। এখানে আমার অনেক ভালো বন্ধু আছে যারা খুব ভালো খেলোয়াড়। চ্যাম্পিয়ন্স লিগে বার্সার বিপক্ষে খেলা খুবই কঠিন হবে। আমি এটা পছন্দ করব না।’

এদিকে নেইমারকে দলে টানার জন্য মরিয়া হয়ে উঠেছে বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদ। ফুটবল পাড়ায় এ নিয়ে নানা গুঞ্জন। অনেকেরই ধারণা রোনালদো চলে যাওয়ার খুব শিগগীরই রিয়ালেই আসবেন তিনি। তবে আপাতত যে সে সম্ভাবনা নেই তা জানালেন নেইমার, ‘পিএসজির সঙ্গে আমার একটা চুক্তি আছে এবং আমি সেখানে থাকছি।’

গত গ্রীষ্মের দল বদলে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে নাম লেখান নেইমার। নতুন ক্লাবে যোগ দেওয়ার থেকেই গুঞ্জন আগামীতে রিয়ালই হবে নেইমারের ঠিকানা।

Comments

The Daily Star  | English

India, Pakistan agree ceasefire

Announces Trump after rivals launch multiple attacks on key military installations; Islamabad, New Delhi confirm truce

2h ago