নতুন কৌশলে ক্যাচ ধরার অনুশীলন

এক সময় ফিল্ডিংয়ে বেশ নামডাক ছিল বাংলাদেশের। তবে বিগত কয়েক সিরিজ ধরে বাংলাদেশের অন্যতম ভোগান্তির নাম ফিল্ডিং। গুরুত্বপূর্ণ সময়ে হাত ফসকে বেরিয়ে যাওয়া ক্যাচ বদলে দিচ্ছে ম্যাচের পরিস্থিতি, বাড়ছে হতাশা। এবার এশিয়া কাপের আগে তাই ফিল্ডিং নিয়ে আলাদা কাজ শুরু করেছেন কোচ স্টিভ রোডস। মেহেদী হাসান মিরাজ জানালেন দুই হাতের ক্যাচগুলোও এক হাতে নিয়ে দক্ষতা বাড়াচ্ছেন তারা। চলছে বাউন্ডারি লাইনে শরীরের ভারসাম্য রেখে ক্যাচ ধরার অনুশীলন।
Mehidy Hasan Miraz
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

এক সময় ফিল্ডিংয়ে বেশ নামডাক ছিল বাংলাদেশের। তবে বিগত কয়েক সিরিজ ধরে বাংলাদেশের অন্যতম ভোগান্তির নাম ফিল্ডিং। গুরুত্বপূর্ণ সময়ে হাত ফসকে বেরিয়ে যাওয়া ক্যাচ বদলে দিচ্ছে ম্যাচের পরিস্থিতি, বাড়ছে হতাশা। এবার এশিয়া কাপের আগে তাই ফিল্ডিং নিয়ে আলাদা কাজ শুরু করেছেন কোচ স্টিভ রোডস। মেহেদী হাসান মিরাজ জানালেন দুই হাতের ক্যাচগুলোও এক হাতে নিয়ে দক্ষতা বাড়াচ্ছেন তারা। চলছে বাউন্ডারি লাইনে শরীরের ভারসাম্য রেখে ক্যাচ ধরার অনুশীলন।

মঙ্গলবার ক্যাম্পের দ্বিতীয় দিনেও ছিল ফিটনেস অনুশীলন। সেই সঙ্গে ঝালিয়ে নেওয়া হয়েছে ফিল্ডিং। বিশেষ করে ক্যাচিং অনুশীলন চলছে বড় অংশ জুড়ে। এক হাতে ক্যাচ, বাউন্ডারি লাইনের উপর জাগলিং ক্যাচ নিয়ে কাজ হয়েছে আলাদাভাবে।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শেষে মিরাজ জানিয়েছেন এক হাতে ক্যাচ নেওয়ার অনুশীলনের কথা, ‘অনুশীলনে কঠোর পরিশ্রম করলে ম্যাচে কাজটা সহজ হয়ে যায়। এক হাতে যদি ক্যাচ সহজেই ধরতে পারি, তাহলে দুই হাতে ধরতে সহজ হয়ে যায়। সেইটাই অনুশীলন করছিলাম আমরা। কঠিন ক্যাচ প্র্যাকটিস করলে পরে ক্যাচিং সহজ হয়ে যায়। ’

Steve Rhodes

ম্যাচে যেসব ক্যাচ দুই হাতে লুফে নেওয়ার পরিস্থিতি থাকবে, সেসব ক্যাচও অনুশীলনে এক হাতে নিচ্ছেন ক্রিকেটাররা। কঠিন অনুশীলন করায় ম্যাচে কাজটা সহজ হবে বলে মত মিরাজের, ‘অনুশীলন যতটা কঠিন হবে, ম্যাচে কাজটা সহজ হয়ে যায়। অনুশীলনটা কতোটা হার্ড করা যায়, সেই চেষ্টা করছি। আমাদের সামনে খুব বেশি সময় নেই। আমরা এখানে যতটুকু সময় পাচ্ছি , সেই সময়টা আমরা হার্ড প্র্যাকটিস করছি। এই অনুশীলনটা সঠিকভাবে করতে পারলে আমাদের ম্যাচের সময় কাজটা সহজ হয়ে যাবে। ’

টি-টোয়েন্টির যুগে ফিল্ডিংয়েও এসেছে নতুনত্ব। এখন অনেক ছক্কার মার  বুদ্ধিদীপ্ত আর ক্ষিপ্র ফিল্ডিং করে ক্যাচ বানিয়ে ছাড়ছেন অনেকে। শরীরের ভারসাম্য রেখে এসব ক্যাচ নেওয়ার কঠোর অনুশীলন চলছে বাংলাদেশ দলের ক্যাম্পে, এই নিবিড় অনুশীলন ম্যাচে কাজে দেবে বলে বিশ্বাস মিরাজের,  ‘এই প্র্যাকটিস গুলো অনেক গুরুত্বপূর্ণ, ম্যাচ সিচুয়েশনের জন্য। ব্যালেন্স রেখে বাউন্ডারি লাইনের পাশ থেকে ক্যাচ ধরা, এই অনুশীলন গুলো অনেক সাহায্য করে। আশা করি এই অনুশীলন গুলো আমাদের উন্নতি করতে সাহায্য করবে। আমরা সবাই খুব সিরিয়াসলি অনুশীলন গুলো করছি।’

ব্যাট-বলের মুন্সিয়ানার পাশাপাশি ফিল্ডিংয়ের দক্ষতা যে ম্যাচে অনেকটাই মোড় ঘুরিয়ে দিতে পারে সেই বিশ্বাস এখন মিরাজদের, ‘ক্রিকেটে ব্যাটিং, বোলিং দুটোই গুরুত্বপূর্ণ। তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফিল্ডিং। একটি ওয়ানডে ম্যাচে ২০-৩০ রান ফিল্ডিং করে বাঁচাতে পারলেই ম্যাচের মোড় ঘুরে যায়। দিন শেষে দেখা যায় সেই রানটাই জয় পরাজয় নির্ধারণে কাজে দেয়। সেভাবেই আমরা অনুশীলন করছি।’

 

 

 

 

Comments

The Daily Star  | English
quota reform movement,

Govt publishes preliminary list of those killed in July-August protests

The interim government today published a preliminary list of 726 people who died during the student-led mass protests in July and August.

45m ago