আরব আমিরাতে খেলার অভিজ্ঞতা কাজে লাগাবেন মিরাজ

এবার এশিয়া কাপের ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে খেলার অভিজ্ঞতা নেই বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটারের। পিএসএল খেলার সুবাদে সেখানে অনেক ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। দলে তরুণ হলেও আমিরাতে খেলার অভিজ্ঞতা আছে মেহেদী হাসান মিরাজেরও। ২০১৪ যুব বিশ্বকাপে খেলেছেন ওখানেই। দুবাই আর আবুধাবির উইকেট নিয়ে তাই নিজের ধারণা থাকার কথা জানিয়েছেন তিনি।
Mehidy Hasan Miraz
ছবি: ফিরোজ আহমেদ

এবার এশিয়া কাপের ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে খেলার অভিজ্ঞতা নেই বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটারের। পিএসএল খেলার সুবাদে সেখানে অনেক ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। দলে তরুণ হলেও আমিরাতে খেলার অভিজ্ঞতা আছে মেহেদী হাসান মিরাজেরও। ২০১৪ যুব বিশ্বকাপে খেলেছেন ওখানেই। দুবাই আর আবুধাবির উইকেট নিয়ে তাই নিজের ধারণা থাকার কথা জানিয়েছেন তিনি।

১৫ সেপ্টেম্বর দুবাইতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের পরের ম্যাচ আবুধাবিতে। সুপার ফোরে উঠলে এই দুই শহরে ঘুরে ঘুরে খেলতে হবে আরও তিন ম্যাচ।

উপমহাদেশের অন্য ভেন্যুর বাইরে ভিন্নরকম কিছু হবে না বলে ধারণা মিরাজের, ‘আমি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছি ওখানে, উইকেট সম্পর্কে একটু হলেও ধারনা আছে। সব ঠিক থাকলে ভালো করার চেষ্টা করব। ’

‘এশিয়া কন্ডিশনে খেলা, এখানকার কন্ডিশনে আমরা অনেক খেলেছি। আমাদের অনেক প্লেয়ার খেলেছে উপমহাদেশে। আশা করি সব ঠিক থাকলে খুব ভালো হবে ফলাফল। ’

এর আগে কখনো এশিয়া কাপ খেলেননি মিরাজ। টেস্ট দলের নিয়মিত মুখ ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ভালো করে এই ফরম্যাটেও জায়গা পাকা করার পথে। এশিয়া কাপ তাই তার  কাছে নতুন চ্যালেঞ্জে জেতার মঞ্চও,  ‘এটা আমার জন্য বড় চ্যালেঞ্জ। জাতীয় দলের হয়ে আমরা এশিয়া কাপ খেলি নি। লক্ষ্য থাকবে ভালো কিছু করার। আর এশিয়া কাপ যেহেতু আরব আমিরাতে। যদি সুযোগ পাই তাহলে অবশ্যই শতভাগ দেয়ার চেষ্টা করব। ’

 

 

Comments

The Daily Star  | English

Labour bill put on the shelf

In an almost unheard-of move, President Mohammed Shahabuddin has sent a labour law amendment back to parliament for reconsideration, expressing concern over the proposed punishment of workers for wrongdoings.

8h ago