অপেক্ষা বাড়ালো ‘দেবী’
পিছিয়ে গেলো ‘দেবী’ মুক্তির তারিখ। কথা ছিল আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি। কিন্তু, ছবিটির প্রযোজক ও অভিনেত্রী জয়া আহসান জানিয়েছেন, সেই সময় মুক্তি পাচ্ছে না এটি।
জয়া আহসান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আমাদের ‘দেবী’ ছবিটি সরকারি অনুদান এবং আমার ‘সি-তে সিনেমা’র যৌথ প্রযোজনায় তৈরি করা হয়েছে। আমার ইচ্ছা প্রথমে অনুদান কমিটির সদস্যরা ছবিটি দেখুক। সেন্সর বোর্ডের জুরি বোর্ড তা দেখুক। তাদের মতামত পাওয়ার পরপরই ‘দেবী’-কে আপনাদের কাছে নিয়ে যেতে চাই।”
সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরের মাঝামাঝি বড় পর্দায় ‘দেবী’-কে দেখতে পাওয়া যাবে বলে উল্লেখ করেন তিনি।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেত্রী আরও বলেন, “এটি এখন শুধু একটি সিনেমা নয়, ‘দেবী’ আমার কাছে একটি সম্পদ। হুমায়ূন আহমেদ এবং তাঁর মিসির আলি, রানু, আনিস, নীলু- এই চরিত্রগুলো বড় পর্দায় দেখার জন্যে আমিও অপেক্ষা করে আছি।”
Comments