নতুন গানে তপন চৌধুরী
দীর্ঘ বিরতির পর নতুন গানে ফিরেছেন তপন চৌধুরী। একক অ্যালবাম ‘ফিরে এলাম’ প্রকাশের বিরতির পর প্রকাশিত হলো এই গান দুটি।
ঈদুল আজহায় গান দুটি প্রকাশ করেছে বাংলাঢোল। নতুন দুটি গানই দ্বৈত কণ্ঠের। এগুলোতে তপন চৌধুরীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন এ সময়ের দুজন শিল্পী হৈমন্তী ও নন্দিতা।
‘এই মিষ্টি হাওয়ার রাতে’ শিরোনামের গানটি লিখেছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম। গানটির দ্বৈতশিল্পী নন্দিতা। অন্য গানটি হলো- ‘আড়াল হলেই তুমি’। গানটি লিখেছেন সাখাওয়াত হোসেন মারুফ। এতে তার সহশিল্পী হৈমন্তী। দুটি গানের সুর-সংগীত করেছেনে উজ্জল সিনহা।
তপন চৌধুরী দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “কয়েক মাস আগে বাংলাঢোলের প্রযোজনায় নতুন দুটি গানে ফিরেছি। গান দুটিতে আমার সঙ্গে কন্ঠ দিয়েছেন এ সময়ের প্রতিভাবান কন্ঠশিল্পী হৈমন্তী ও নন্দিতা। আমার বিশ্বাস গানগুলো শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।”
গানগুলো উপভোগ করা যাচ্ছে বাংলাঢোলের ইউটিউব চ্যানেল, বাংলাঢোল অডিও অ্যাপসহ বিভিন্নমাধ্যমে।
Comments