নির্বাচনে ইভিএম ব্যবহারে আরপিও সংশোধনের প্রস্তাব

আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের জন্যে রিপ্রেজেন্টেশেন অব পিপল অর্ডার (আরপিও) সংশোধনের পক্ষে মত দিয়েছে নির্বাচন কমিশন।
ec

আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের জন্যে রিপ্রেজেন্টেশেন অব পিপল অর্ডার (আরপিও) সংশোধনের পক্ষে মত দিয়েছে নির্বাচন কমিশন।

আজ (৩০ আগস্ট) সকাল ১১টায় ঢাকার আগারগাঁওয়ে শুরু হওয়া ছয় ঘণ্টার বৈঠক শেষে কমিশনের এই মতের কথা জানান প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা।

তিনি বলেন, “আগামী সাধারণ নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে কী না সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিন্তু, যদি নির্বাচনের আগে আমরা অনুকূল পরিবেশ পাই তাহলে তা ব্যবহারের প্রস্তুতি নিয়ে রাখতে চাই।”

Comments