চ্যাম্পিয়ন্স লিগে কঠিন গ্রুপে বার্সা, সহজ গ্রুপে রিয়াল

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এবার শক্ত গ্রুপে পড়েছে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা। তুলনামূলক সহজ গ্রুপে রিয়াল মাদ্রিদের সঙ্গী ইতালিয়ান ক্লাব এএস রোমা। আর ক্রিস্তিয়ানো রোনালদোর জুভেন্টাসের লড়াই হবে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে।
বৃহস্পতিবার রাতে মোনাকোয় ২০১৮-১৯ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠিত হয়।এতে সব মিলিয়ে সবচেয়ে কঠিন ‘বি’ গ্রুপ। স্প্যানিশ চ্যাম্পিয়ন লিওনেল মেসিদের সঙ্গী ইংলিশ জায়ান্ট টটেনহ্যাম হটস্পার, ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান ও ডাচ ক্লাব আইন্দোহোভেন।
বার্সেলোনার তুলনায় অনেকটা সহজ গ্রুপে পড়েছে রিয়াল মাদ্রিদ। সর্বশেষ তিনবারের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ রোমা, সিএসকেএ মস্কো আর ভিক্টোরিয়া প্লজেন।
খুব একটা কঠিন গ্রুপে পড়েনি ক্রিস্তিয়ানো রোনালদোর নতুন ঠিকানা জুভেন্টাসও। তাদের সবচেয়ে বড় প্রতিপক্ষের নাম ম্যানচেস্টার ইউনাইটেড। গ্রুপে আছে ভ্যালেন্সিয়া ও ইয়াং বয়েজ।
নেইমার,এমবাপেদের পিএসজি পাচ্ছে ইংলিশ ক্লাব লিভারপুলকে।এই গ্রুপে পড়েছে নাপোলির মতো ক্লাবও।
চ্যাম্পিয়ন্স লিগের আট গ্রুপ:
গ্রুপ ‘এ’: অ্যাটলেটিকো মাদ্রিদ, বরুসিয়া ডর্টমুন্ড, মোনাকো, ক্লাব ব্রুজ
গ্রুপ ‘বি’: বার্সেলোনা, টটেনহ্যাম হটস্পার, আইন্দহোভেন, ইন্টার মিলান
গ্রুপ ‘সি’: পিএসজি, নাপোলি, লিভারপুল, রেড স্টার বেলগ্রেড,
গ্রুপ ‘ডি’: লোকোমোটিভ মস্কো, পোর্তো, শালকে, গালাতাসারাই
গ্রুপ ‘ই’: বায়ার্ন মিউনিখ, বেনফিকা, আয়াক্স, এইকে অ্যাথেন্স
গ্রুপ ‘এফ’: ম্যানচেস্টার সিটি, শাখতার দোনেৎস্ক, অলিম্পিক লিওঁ, হফেনহাইম
গ্রুপ ‘জি’: রিয়াল মাদ্রিদ, রোমা, সিএসকেএ মস্কো, ভিক্টোরিয়া প্লজেন
গ্রুপ ‘এইচ’: জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড, ভালেন্সিয়া, ইয়াং বয়েজ
Comments