রোনালদোকে হারিয়ে উয়েফার বর্ষসেরা মদ্রিচ
সাবেক ক্লাব সতীর্থ ক্রিস্তিয়ানো রোনালদো আর লিভারপুল তারকা মোহামেদ সালাহকে হারিয়ে উয়েফার বর্ষসেরা ফুটবলার হয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা লুকা মদ্রিচ।
বৃহস্পতিবার রাতে মোনাকোয় চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠানে ইউরোপ সেরা খেলোয়াড় হন ক্রোয়েশিয়ার মিডফিল্ডার। দেশকে বিশ্বকাপের ফাইনালে তুলে বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল জিতেছিলেন তিনি। এই বছর রিয়াল মাদ্রিদকে টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জেতানোয় অবদান ছিল মদ্রিচের।
বর্ষসেরা হওয়ার দৌড়ে সেরা তিনে ছিলেন রোনালদো ও সালাহ। ইউরোপ সেরা ফুটবলারের এই পুরষ্কার সবচেয়ে বেশি তিনবার জিতেছেন রোনালদো। দুইবার জেতেন আর্জেন্টিনা ও বার্সেলোনা তারকা লিওনেল মেসি। একবার করে জিতেছেন আন্দ্রেস ইনিয়েস্তা ও ফ্রাঙ্ক রিবেরি। এই প্রথম সেখানে নাম লেখালেন মদ্রিচ।
Comments