ভারতকে এগিয়ে রাখলেন পূজারা

চেতশ্বর পূজারার সঙ্গে বিরাট কোহলির জুটির সময় মনে হচ্ছিল বড় লিডই পেতে যাচ্ছে ভারত। কিন্তু কোহলির আউটের পরই দৃশ্যপটের আমূল বদল। মঈন আলির স্পিনে হুট করে ধসে পড়া ভারতীয় ইনিংস ইংলিশদের দিচ্ছিল লিডের আশা। তবে পূজারা শেষ পর্যন্ত একাই টেনে লিড পাইয়ে দেন ভারতকে। চাপের মুখে দারুণ এক সেঞ্চুরি করে লড়াই জমিয়ে তুলেছেন এই ব্যাটসম্যান।
Cheteshwar Pujara

চেতশ্বর পূজারার সঙ্গে বিরাট কোহলির জুটির সময় মনে হচ্ছিল বড় লিডই পেতে যাচ্ছে ভারত। কিন্তু কোহলির আউটের পরই দৃশ্যপটের আমূল বদল। মঈন আলির স্পিনে হুট করে ধসে পড়া ভারতীয় ইনিংস ইংলিশদের দিচ্ছিল লিডের আশা। তবে পূজারা শেষ পর্যন্ত একাই টেনে লিড পাইয়ে দেন ভারতকে। চাপের মুখে দারুণ এক সেঞ্চুরি করে লড়াই জমিয়ে তুলেছেন এই ব্যাটসম্যান। 

শুক্রবার সাউথাম্পটন টেস্টের দ্বিতীয় দিনে ইংল্যান্ডের করা ২৪৬ রানের জবাবে ভারত করেছে ২৭৩ রান। দিনের শেষ চার ওভার খেলে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের রান বিনাউইকেটে ৬। এখনো তাই ২১ রানে এগিয়ে ভারত। ক্যারিয়ারের ১৫তম সেঞ্চুরি করে পূজারা অপরাজিত থেকে যান ১৩২ রানে।

প্রথম সেশনেই দুই ওপেনারকে হারিয়ে দিনের শুরু হয়েছিল ভারতের। ৫০ রানেই ফিরে গিয়েছিলেন লোকেশ রাহুল ও শিখর ধাওয়ান। এরপরও জুটি বাধেন কোহলি-পূজারা। দারুণ সব শটে কোহলি ইঙ্গিত দিচ্ছিলেন আরেকটি বড় ইনিংসের। তাদের ৯২ রানের জুটি ভাঙে কোহলির আউটে। ৭১ বলে ৪৬ রান করা ভারত অধিনায়ক স্যাম কুরানের বলে ড্রাইভ করতে গিয়ে ক্যাচ দেন স্লিপে।

অবিচল পূজারার পাশে দাঁড়াতে পারেননি আজিঙ্কা রাহানে। আরও একবার হতাশ করেন তিনি। এরপরও দৃশ্যপটে মঈন আলির আবির্ভাব। ঋষভ পান্ত, হার্দিক পান্ডিয়া, রবীচন্দ্র অশ্বিন, মোহাম্মদ শামিদের তুলে নেন তিনি। ৪ উইকেটে ১৬১ থেকে ভারত পরিণত হয় ৮ উইকেট ১৯৫ রানে। শেষ দুই ব্যাটসম্যান ইশান্ত শর্মা আর জাসপ্রিত বোমরাহকে নিয়ে লড়ে যান পূজারা। নবম উইকেটে ৩২ ও দশম উইকেটে ৪৬ রানের জুটিতে ভারত পায় ২৭ রানের লিড।  

৬৩ রানে ৫ উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা বোলার মঈন আলি।

সংক্ষিপ্ত স্কোর: 

ইংল্যান্ড ১ম ইনিংস: ২৪৬

ভারত ১ম ইনিংস: (প্রথম দিন শেষে ১৯/০) ৮৪.৫ ওভারে ২৭৩ (ধাওয়ান ২৩, রাহুল ১৯, পুজারা ১৩২, কোহলি ৪৬, রাহানে ১১, পান্ত ০, পান্ডিয়া ৪, অশ্বিন ১, শামি ০, ইশান্ত ১৪, বুমরাহ ৬; অ্যান্ডারসন ০/৫০, ব্রড ৩/৬৩, কারান ১/৪১, জেনিংস ০/৪, রশিদ ০/১৯, মইন ৫/৬৩, স্টোকস ১/২৩)

ইংল্যান্ড ২য় ইনিংস: ৪ ওভারে ৬/০ (কুক ২*, জেনিংস ৪*; অশ্বিন ০/১, বুমরাহ ০/৫)

Comments

The Daily Star  | English
Why university rankings should matter

Why university rankings should matter

While no ranking platform is entirely comprehensive or flawless, it is better to participate in reliable ones.

7h ago