এশিয়া কাপে বিশ্রামে কোহলি, ভারতের নেতৃত্বে রোহিত
অধিনায়ক বিরাট কোহলিকে ছাড়াই এশিয়া কাপের দল ঘোষণা করেছে ভারত। টানা খেলার মধ্যে থাকায় কোহলিকে বিশ্রাম দিয়েছেন নির্বাচকরা। এশিয়া কাপে তাই ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা।
এই প্রথম ভারতের ওয়ানডে দলে ডাক পেয়েছেন পেসার খলিল আহমেদ। কোহলি না থাকায় দলে আছেন আম্বাতি রাইডু। অভিজ্ঞ মহেন্দ্র সিং ধোনির পাশাপাশি ব্যাকআপ উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে আছেন দীনেশ কার্তিক।
এশিয়া কাপে ভারত খেলবে ‘এ’ গ্রুপে। তাদের গ্রুপে আছে পাকিস্তান ও বাছাই পেরিয়ে আসা অপর দল।
১৫ সেপ্টেম্বর বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ।
Comments