ফিলিস্তিনি শরণার্থীদের অনুদান স্থগিত করল যুক্তরাষ্ট্র

জাতিসংঘের মাধ্যমে ফিলিস্তিনি শরণার্থীদের দেওয়া অনুদান স্থগিত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
গতকাল (৩১ আগস্ট) নেওয়া এই সিদ্ধান্তে নিজেদের মধ্যকার সম্পর্ক নিয়ে দুশ্চিন্তায় পড়েছে ফিলিস্তিনি নেতারা ও ট্রাম্প প্রশাসন।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা যায় এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাসের এক মুখপাত্র।
তিনি বলেছেন, “এটি ফিলিস্তিনের জনগণের প্রতি ঘোরতর অন্যায় এবং জাতিসংঘের নীতিমালার পরিপন্থি।”
স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র হেদার নোয়ার্ট বলেছেন, “জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ-কে দেওয়া যুক্তরাষ্ট্রের অনুদান প্রক্রিয়া ছিল অবিশ্বাস্য রকমের ত্রুটিপূর্ণ।’’
যুক্তরাষ্ট্র প্রশাসন গভীরভাবে পর্যবেক্ষণ করে অনুদান বন্ধের এই সিদ্ধান্ত নিয়েছে বলে উল্লেখ করেন হেদার নোয়ার্ট।
তিনি এক বিবৃতিতে বলেন, প্রশাসন এই ব্যাপারে বদ্ধ পরিকর যে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের জন্য জাতিসংঘকে আর কোনো অনুদান দেবে না।
Comments