খেলা

বিপিএলের প্লেয়ার ড্রাফট ২৫ অক্টোবর, থাকছে ডিআরএস

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর নতুন মৌসুমের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে ২৫ অক্টোবর। জাতীয় নির্বাচনের পর বিপিএল শুরুর তারিখ ৫ জানুয়ারিই রাখা হয়েছে। এবার বিপিএলে নতুনত্ব হিসেবে থাকছে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)।
বিপিএল ড্রাফট ২০১৮

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর নতুন মৌসুমের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে ২৫ অক্টোবর।  জাতীয় নির্বাচনের পর বিপিএল শুরুর তারিখ ৫ জানুয়ারিই রাখা হয়েছে। এবার বিপিএলে নতুনত্ব হিসেবে থাকছে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)।

বিপিএলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহার মৃত্যুতে এই কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন শেখ সোহেল। শনিবার কমিটির বৈঠক শেষে নেওয়া সিদ্ধান্তগুলো জানান সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক, ‘আজকে আমরা বিপিএলে ফ্রেঞ্চাইজিদের নিয়ে বসেছিলাম। পাঁচ জানুয়ারি থেকে বিপিএল শুরু করবো। ওইটার কারণে আমরা কিছু সিদ্ধান্ত চূড়ান্ত করলাম। বিপিএল পরিচালনা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন সোহেল ভাই (শেখ সোহেল)।’

প্রতিবছর অক্টোবরে বিপিএল হওয়ার কথা থাকলেও জাতীয় নির্বাচনের কারণে তা পিছিয়ে যায় জানুয়ারিতে। নতুন সময়সূচীতে প্লেয়ার ড্রাফটের  তারিখ, ডিআরএস সহ চূড়ান্ত করা হয়েছে বেশ কিছু সিদ্ধান্ত, ‘প্লেয়ার ড্রাফট হবে ২৫ অক্টোবর। বিপিএলে এবার রিভিউ থাকবে। প্রতি ইনিংসে প্রতিটি দল একটি করে রিভিউ থাকবে। প্রতি ম্যাচ একজন করে বিদেশি আম্পায়ার থাকবে। প্রতিটি দল চারজন করে খেলোয়াড় রেখে দিতে পারবে। সেপ্টেম্বরের মধ্যে দলগুলোকে রেখে দেয়া খেলোয়াড়দের নাম দিতে হবে। ড্রাফটের বাইরে থেকে প্রতিটি দল দুজন করে খেলোয়াড় নিতে পারবে। বাকিদের ড্রাফট থেকে কিনতে হবে।’

‘গতবার বিপিএল খেলেছেন এমন বিদেশিদের এবারের ড্রাফটে থাকতে হবে। যারা গতবার ড্রাফটে ছিলেন না, তাদের মধ্য থেকে দুজন করে খেলোয়াড় ফ্রেঞ্চাইজিগুলো দলে নিতে পারবে। এই সিদ্ধান্তগুলো নেয়া হয়েছে।’

বিপিএলের রেজিস্টার্ড তালিকার বাইরে থেকেও খেলোয়াড় দলে ভেড়ানোর সুযোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করেন সদস্য সচিব, ‘এ বছর যেহেতু জাতীয় নির্বাচন, তাই আমাদের খেলার তারিখ পিছিয়ে জানুয়ারিতে নেয়া হয়েছে। যে সময়ে অন্যান্য লিগ শুরু হবে। ফলে প্রতিটি দলের যে পরিমাণ খেলোয়াড়ের প্রয়োজন হবে, সেটা পূরণ করার জন্য আনরেজিস্ট্রার্ড দুজন করে খেলোয়াড় নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ’

Comments

The Daily Star  | English
gold prices fall

Gold hits all-time high of Tk 109,000 a bhori

The new price will be effective from November 30

1h ago