লা লিগায় উড়ছে রিয়াল
ক্রিস্তিয়ানো রোনালদো চলে গেছেন, দলে আসেননি নতুন কোন বড় তারকা। এই মৌসুমে রিয়াল মাদ্রিদের অবস্থা নিয়ে শঙ্কায় আছেন অনেকে। তবে আপাতত রিয়ালের মাঠের পারফরম্যান্সে ওসব ছাপ নেই। করিম বেঞ্জেমার জোড়া গোলে লেগানেসকে গুঁড়িয়ে দিয়েছে তারা।
শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে দুর্বল লেগানেসকে পেয়ে রীতিমতো ছেলেখেলায় মেতে উঠে রিয়াল। ম্যাচ জিতে ৪-১ গোলে। চলতি মৌসুমে রিয়ালের এটি টানা তৃতীয় জয়।
একদম প্রথম মিনিট থেকেই মুহুর্মুহু আক্রমণে প্রতিপক্ষের ডিফেন্স কাঁপিয়ে দেন রিয়াল ফরোয়ার্ডরা। গোল পেতেও দেরি হয়নি। ১৭ মিনিটে সার্জিও রামোসের ক্রস হেড করে দেন বেলকে দেন কারবাহাল। ওয়েলস তারকা ডান পায়ের শটে বল জালে জড়ান।
২৪ মিনিটে খেলার ধারার বিপরীতে গোল পেয়ে যায় লেগেনাস। ডি-বক্সের মধ্যে ক্যাসেমিরো ফাউল করলে পেনাল্টি পায় অতিথিরা। সেখান থেকে গুইদো কারিও সমতা ফেরান।
ওটাই শেষ লেগানাসের কারিকুরি। বাকি সবটাই রিয়ালের। বিরতির পরই মার্কো আসেনসিওর ক্রস থেকে হেডে দলকে এগিয়ে নেন বেঞ্জেমা। ৬২ মিনিটে লুকা মদ্রিচের পাস থেকে আরেক গোল করেন বেঞ্জেমা। পরের গোলটি এসেছে পেনাল্টি থেকে। আসেনসিকে বক্সের মধ্যে ফেলে দেওয়ায় পাওয়া পেনাল্টি থেকে গোল করেন রামোস।
Comments