নিলামে উঠছে পাক-প্রধানমন্ত্রী ভবনের বিলাস বহুল গাড়ি

পাকিস্তানে প্রধানমন্ত্রীর বাসভবনের বেশ কিছু বিলাসবহুল গাড়ি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে ইমরান খানের নতুন সরকার।
পাকিস্তানের ইংরেজি দৈনিক ডনের প্রতিবেদনে বলা হয়, আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ভবনে এই নিলাম অনুষ্ঠিত হবে। গত ১ সেপ্টেম্বর প্রকাশিত এই খবরে অন্তত ৪৫টি গাড়ির কথা বলা হয়েছে।
বিলাসবহুল এই গাড়িগুলোর মধ্যে আটটি বিএমডব্লিউ, ২০১৪ মডেলের তিনটি গাড়ি, তিনটি ৫,০০০ সিসির এসইউভি, ২০১৬ মডেলের ৩,০০০ সিসির দুইটি এসইউভি ও ২০১৬ মডেলের চারটি মার্সিডিজ বেঞ্জ যার মধ্যে ৪০০০ সিসির দুইটি ‘বুলেট প্রুফ’।
এছাড়া রয়েছে ১৬টি টয়োটা। এর মধ্যে একটি ২০০৪ মডেলের লেক্সাস, ২০০৬ মডেলের লেক্সাস এসইউভি এবং ২০০৪ মডেলের দুইটি ল্যান্ড ক্রুজার। এরমধ্যে ২০০৩ থেকে ২০১৩ মডেলের আটটি গাড়ি রয়েছে।
এর বাইরে ২০১৫ মডেলের চারটি বুলেট প্রুফ ল্যান্ড ক্রুজারও নিলামে তোলা হবে। এর সঙ্গে থাকবে ১,৮০০ সিসির একটি হোন্ডা সিভিক কার, তিনটি সুজুকি । এই তালিকায় ১৯৯৪ মডেলের একটি হিনো বাসও রয়েছে।
এর আগে ক্ষমতায় এসে সরকারের খরচ কমানোর ঘোষণা দিয়েছিলেন ইমরান খান। যদিও এখন তিনি বাসা থেকে অফিস যাচ্ছেন হেলিকপ্টারে। এ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন দেশটির এই সাবেক ক্রিকেটতারকা।
Comments