চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় বাস যাত্রী নিহত
চট্টগ্রামের মিরসরাইয়ে রেল ক্রসিংয়ে একটি বাসে ট্রেনের ধাক্কায় এক বাসযাত্রী নিহত ও ২০ জন আহত হয়েছেন। উপজেলার বারইয়ারহাট এলাকায় আজ ভোরে দুর্ঘটনাটি ঘটে।
মিরসরাই ফায়ার স্টেশনের পরিদর্শক রবিউল আজম দ্য ডেইলি স্টারকে জানান, নিহত ব্যক্তির নাম সুনির্মল চাকমা (৫৫)। তার বাড়ি খাগড়াছড়ি জেলায়।
ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা আরও জানান, আজ ভোর ৪টার দিকে খাগড়াছড়িগামী এস আলম পরিবহনের বাসটি রেল ক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ধাক্কা দেয়। ট্রেনটি রেল লাইনের ওপরই বাসটিকে প্রায় ৫০০ মিটার সামনে ঠেলে নিয়ে যায়। এতে সম্পূর্ণ দুমড়ে যায় বাসটি।
আহতদের মধ্যে ১৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এই দুর্ঘটনায় ঢাকা-চট্টগ্রামের মধ্যে প্রায় দুই ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ ছিল।
Comments