‘আমাদের মূল লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া’

এশিয়া কাপের অনুশীলন শুরুর দিনই সবাইকে ডেকে চ্যাম্পিয়ন হওয়ার বিশ্বাস রাখতে বলেছিলেন অধিনায়ক মাশরাফি মর্তুজা। দলের অন্দর মহলের সে খবর জানিয়েছিলেন পেসার আবু জায়েদ রাহি। এবার মূল দলের অনুশীলনের শুরুর দিন চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের কথা জানালেন ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন।
ছবি: বিসিবি

এশিয়া কাপের অনুশীলন শুরুর দিনই সবাইকে ডেকে চ্যাম্পিয়ন হওয়ার বিশ্বাস রাখতে বলেছিলেন অধিনায়ক মাশরাফি মর্তুজা। দলের অন্দর মহলের সে খবর জানিয়েছিলেন পেসার আবু জায়েদ রাহি। এবার মূল দলের অনুশীলনের শুরুর দিন চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের কথা জানালেন ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন।

দেশে ও বিদেশে বেশ কিছু দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে বাংলাদেশ। ভাল করার ইতিহাস আছে আইসিসি ইভেন্টগুলোতে। তবে কখনই তিন বা তার বেশি দলের কোন টুর্নামেন্ট জেতা হয়নি। সে সুযোগ অবশ্য এসেছিল অনেকবার। এই এশিয়া কাপেই দুবার ফাইনালে উঠে হাতছাড়া হয়েছে ট্রফি।

আরও একটি এশিয়া কাপের আগে তাই লক্ষ্যটা উঁচুতেই রাখতে চায় বাংলাদেশ। ঘোচাতে চায় আক্ষেপ, ‘আমাদের আসলে টুর্নামেন্টে মূল লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। প্রথম ধাপটি (গ্রুপ পর্ব) পার করা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। সিনিয়র ক্রিকেটারদের সাথে আমরা যারা খেলব, তারা যদি অবদান রাখতে পারি, আমার মনে হয় খুব সহজেই দ্বিতীয় রাউন্ডে যেতে পারব।’

এশিয়া কাপে বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। সেখানে প্রতিপক্ষ আরও দুই টেস্ট খেলুড়ে দেশ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। ১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কা-বাংলাদেশ লড়াই দিয়েই শুরু হবে টুর্নামেন্ট। দ্বিতীয় রাউন্ডে যেতে তিন দলের মধ্যে সেরা দুইয়ে থাকতে হবে। দ্বিতীয় রাউন্ড বা সুপার ফোরে আছে আরও তিন ম্যাচ। সব মিলিয়ে ফাইনালের পথটাও বেশ কঠিন। সিনিয়র ক্রিকেটারদের ছন্দে থাকায় তবু আশাবাদী মিঠুন, ‘আমি অবশ্যই আশাবাদী। কারণ অন্য ফরম্যাটে যেমনই হোক, ওয়ানডেতে কিন্তু বাংলাদেশ যথেষ্ট ভালো। গত চার বছর ধরে বাংলাদেশ ভালো করছে। সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে আমরা যারা জুনিয়ররা আছি, তারা যদি অবদান রাখতে পারি তাহলে আমার কাছে মনে হয় ভালো হবে।’

Comments