রয়টার্সের দুই সাংবাদিক দণ্ডিত
রাষ্ট্রীয় গোপনীয়তা ভঙ্গের অভিযোগে রয়টার্সের দুই সাংবাদিককে সাত বছর কারাদণ্ড দিয়েছেন মিয়ানমারের আদালত। গত বছরের ১২ ডিসেম্বর পুলিশ তাদের আটক করে।
ইয়াঙ্গুনের জেলা জজ রায়ে বলেন, সাংবাদিক ওয়া লোন (৩২) ও কিয়াও সো ও (২৮) তথ্য সংগ্রহের সময় রাষ্ট্রীয় গোপনীয়তা আইন ভঙ্গ করেছেন।
রায়ে উল্লেখ করা হয়েছে, তাদের সাত বছরের সাজা দেওয়া হলেও ডিসেম্বর থেকে তাদের হাজত বাস সাজা হিসেবে বিবেচনা করা হবে।
এই দুই সাংবাদিককে গ্রেপ্তার করার পর থেকে তাদের মুক্তি দাবি করে আসছিল আন্তর্জাতিক গণমাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলো। এমন অবস্থায় ইয়াঙ্গুনের আদালত সোমবার এই রায় দিলেন।
রয়টার্সের প্রধান সম্পাদক স্টিফেন জে এডলার এক বিবৃতিতে বলেন, ‘আজকের দিনটা মিয়ানমার, সাংবাদিক লোন এবং ও’র জন্য খুব দুঃখের।’
এই দুই সাংবাদিক আদালতে বলেন, ইয়াঙ্গুনের একটি রেস্টুরেন্টে পুলিশ কর্মকর্তারা তাদের হাতে কিছু কাগজ গুঁজে দিয়ে পরে গ্রেপ্তার করেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এই সাংবাদিকদের যে ফাঁসানো হয়েছে তা এক পুলিশের সাক্ষ্যে উঠে এসেছে। রোহিঙ্গা নির্যাতন নিয়ে খবর প্রকাশ বন্ধ করতেই তাদের গ্রেপ্তার করা হয়।
সাংবাদিক ওয়া লোন ও কিয়াও সো ও রাখাইন রাজ্যে রোহিঙ্গা সঙ্কটসহ বিভিন্ন ঘটনার সংবাদ প্রকাশ করেছেন।
Comments