সালমান খানের বাবা জ্যাকি শ্রফ!

Jackie Shroff and Salman Khan
অভিনেতা সালমান খান ও জ্যাকি শ্রফ। ছবি: সংগৃহীত

‘ভারত’-এ সালমান খানের বাবা বর্ষীয়ান অভিনেতা জ্যাকি শ্রফ- বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক আলি আব্বাস জাফর।

নির্মিতব্য চলচ্চিত্রটিতে থাকবে বাবা-ছেলের জীবনের দীর্ঘ ৬০ বছরের গল্প। কিন্তু, ছেলে সালমানের বাবা কে হবেন তা ছিলো রহস্যের আবর্তে। পরিচালকের এ ঘোষণার মাধ্যমে পরিষ্কার হলো বিষয়টি।

জ্যাকি শ্রফ সম্পর্কে বলতে গিয়ে পরিচালক জাফর ভারতীয় গণমাধ্যমকে বলেন, “আমরা লন্ডনে জাগ্গু দার সঙ্গে দেখা করে তার কাছ থেকে তারিখ জেনেছি। ছবিটিতে তাকে কেমন দেখাবে সে বিষয়েও আলোচনা করেছি।”

জ্যাকির সঙ্গে কাজ করার দীর্ঘ বাসনার কথা উল্লেখ করে জাফর বলেন, “আমি মনে করি তার মধ্যে অভিনেতা ও তারকাখ্যাতির গভীর মিশ্রণ রয়েছে।”

‘নাইন্টিন ফরটি টু: অ্যা লাভ স্টোরি’-খ্যাত অভিনেতা ‘ভারত’-এ কাজ করতে আগ্রহী হওয়ায় বেশ উৎফুল্ল পরিচালক। তিনি বলেন, “মাত্র ২০ মিনিট গল্পটি শুনেই জ্যাকি স্যার এতে অভিনয়ের জন্যে রাজি হয়ে গেলেন।”

সালমান ও জ্যাকি ছাড়াও ‘ভারত’-এ অভিনয় করবেন ক্যাটরিনা কাইফ, দিশা পাতানি, সুনীল গ্রোভার, তাবু প্রমুখ।

ছবিটি আগামী ঈদে মুক্তি দেওয়ার কথা রয়েছে। ২০১৬ সালে পরিচালক আলি আব্বাস জাফর ও অভিনেতা সালমান খানের ‘সুলতান’ দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এর পরের বছর তাদের ‘টাইগার জিন্দা হ্যায়’ বক্স অফিসে দাপট দেখায়। তাই এবার এই জুটির হ্যাট্রিক দেখার অপেক্ষায় বলিউড ভক্তরা।

তথ্যসূত্র: ডেকার ক্রনিকল

Comments

The Daily Star  | English

DMC suspends MBBS classes amid student protest, orders to vacate halls

The authorities also directed all students to vacate their hostels by 12:00pm tomorrow

1h ago