আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন কুক

ইংল্যান্ডের ওপেনিং ব্যাটসম্যান আলিস্টার কুক আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। চলতি ভারত সিরিজ শেষ হওয়ার পর ইংল্যান্ডের হয়ে আর মাঠে নামবেন না এ তারকা। তবে এসেক্সের হয়ে ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন তিনি। এক বিবৃতিতে সোমবার এ সিদ্ধান্ত জানিয়েছেন ইংল্যান্ডের সাবেক এ অধিনায়ক।

ইংল্যান্ডের ওপেনিং ব্যাটসম্যান আলিস্টার কুক আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। চলতি ভারত সিরিজ শেষ হওয়ার পর ইংল্যান্ডের হয়ে আর মাঠে নামবেন না এ তারকা। তবে এসেক্সের হয়ে ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন তিনি। এক বিবৃতিতে সোমবার এ সিদ্ধান্ত জানিয়েছেন ইংল্যান্ডের সাবেক এ অধিনায়ক।

‘অনেক চিন্তা ভাবনার পর এবং গত কয়েক মাসের ছন্দ হীনতায় আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজই আমার শেষ সিরিজ।’- সোমবার এক বিবৃতিতে এমনটাই বলেছেন কুক।

‘যদিও এটা আমার জন্য দুঃখের দিন তবে এটা ভেবে হাসতে পারছি আমি আমার সবটাই দিতে পেরেছি। আমার কাছে কিছু বাকি নেই। আমি আমার প্রত্যাশার চেয়েও বেশি পেয়েছি। ইংল্যান্ডের হয়ে অনেক বড় বড় খেলোয়াড়দের সঙ্গে একসাথে খেলতে পেরে গর্বিত অনুভব করছি। ড্রেসিং রুমে নিজের ভাবনা সতীর্থদের সঙ্গে আর প্রকাশ করতে পারব না এটা আমার জন্য মেনে নেওয়া খুব কঠিন। তবে আমি জানি এটাই সঠিক সময়।

‘শৈশবে বাগানে খেলা থেকে শুরু করে এখন পর্যন্ত ক্রিকেটকে অনেক ভালবেসে এসেছি। ইংল্যান্ডের জার্সি আমার জন্য সবসময়ই বিশেষ কিছু ছিল। কখনোই অবমূল্যায়ন করিনি। তাই আমি জানি পরবর্তী প্রজন্মের তরুণ ক্রিকেটারদের সুযোগ করে দেওয়ার জন্য বিদায় নেওয়ার এটাই সঠিক সময়। দেশকে প্রতিনিধিত্ব করে গর্বিত অনুভব করার পালা এবার তাদের।’ – যোগ করে বলে কুক।

সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছিল না কুকের। ভারত সিরিজে রান খরায় ভুগছেন তিনি। চলতি বছরে নয়টি টেস্ট ম্যাচে অংশ নিয়ে ১৮.৬২ গড়ে করেছেন মাত্র ২৯৮ রান। তাই সিদ্ধান্তটা খুব বেশি বিস্ময়কর ছিল না। তবে আন্তর্জাতিক ক্রিকেট বর্ণাঢ্যই তার। টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন কুক। দশ হাজারি ক্লাবে একমাত্র ইংলিশ ব্যাটসম্যান তিনি।

নাগপুরে ভারতের বিপক্ষে ক্যারিয়ার শুরু হয়েছিল কুকের। শেষও করছেন সেই ভারতের বিপক্ষে খেলে। অভিষেকেই সেঞ্চুরি হাঁকানো কুক দাপটের সঙ্গেই পাড় করেছেন গত এক যুগ। এর মাঝেই খেলেছেন ১৬০টি টেস্ট ম্যাচ। ২৮৯ ইনিংস ব্যাট করে করেছেন ১২২৫৪ রান। এর মধ্যে ৩২টি সেঞ্চুরি এবং ৫৬টি হাফ সেঞ্চুরি রয়েছে। ২০১২ সালের ২৯ আগস্ট অ্যান্ডু স্ট্রাউস অবসরে যাওয়ার পর অধিনায়ক হন কুক। ৫৯ টেস্টে নেতৃত্ব দিয়েছেন তিনি। তাতে পেয়েছেন ২৪টি জয়। হেরেছেন ২২টি আর ড্র করেছেন ১৩টি ম্যাচ।

Comments

The Daily Star  | English

Of Hilsa and its hunters

On the corner of a crowded and noisy floor, a bespectacled man was calling out bids for a basket of Hilsa fish. He repeated the prices quoted by traders in a loud, rhythmic tone: “1,400-1,420-1,450…”

15h ago