আরেকটি পেনাল্টি পেলে কিক নিতেন লুকাকু

টানা দুই ম্যাচে হারের পর জয়ের ধারায় ফিরেছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। বেলজিয়ান তারকা রোমেলু লুকাকুর জোড়া গোলে বার্নলির জয় পেয়েছে দলটি। দুটি গোলই তিনি করেছেন প্রথমার্ধে। এরপর দ্বিতীয়ার্ধে পেনাল্টি পেলেও হ্যাটট্রিক পূরণ করতে স্পট কিক নিতে আসেননি লুকাকু। কিক নিয়েছেন পগবা। মিসও করেছেন। তাই এরপর আবার পেনাল্টি পেলে সেটা নিজেই নিতেন বলে জানিয়েছেন এ বেলজিয়ান।

প্রতিপক্ষের মাঠে রোববার ২-০ গোলে ম্যাচ জিতে নিয়েছে ইউনাইটেড। তবে এর আগের দুই ম্যাচে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওন ও টটেনহ্যাম হটস্পারের কাছে হারে দলটি। তাই আত্মবিশ্বাস ফিরে পেতে বার্নলির বিপক্ষে জয়ের বিকল্প ছিল না তাদের। তাই করতে পেরেছে দলটি। কিন্তু পগবার পেনাল্টি মিস দলের জন্য দুর্ভোগ টেনে আনতেও পারতো। কারণ ৭১ মিনিটে রেশফোর্ড সরাসরি লাল কার্ড দেখেছিলেন। তবে এর সুবিধা আদায় করে নিতে পারেনি বার্নলি।

ম্যাচের ৬৭ মিনিটে ডি বক্সের মধ্যে মার্কাস রাশফোর্ডকে ফাউল করলে পেনাল্টি পায় ইউনাইটেড। স্পট কিক নিতে যান পগবা। তবে বাঁ প্রান্তে নেওয়া কিক ঝাঁপিয়ে পরে ফিরিয়ে দেন গোলরক্ষক জো হার্ট। তখনই আলোচনায় আসে কেন কিক নিলেন না লুকাকু। এর আগে জোড়া গোল করা বেলজিয়ান চলতি মৌসুমের প্রথম হ্যাটট্রিকটা হয়তো আদায় করে নিতে পারতেন।

ম্যাচের শেষদিকে লুকাকুকে ডি বক্সের মধ্যে তাকে ফাউল করেছিলেন বার্নলির এক ডিফেন্ডার। যদিও রেফারি তা এড়িয়ে যান। তবে রেফারির সিদ্ধান্ত পক্ষে গেলে তিনি কিক নিতেন বলে জানান এ বেলজিয়ান। হ্যাটট্রিক করার ইচ্ছা ছিল কি না জানতে চাইলে এমইউ টিভিকে তিনি বলেন, ‘আমি চেয়েছিলাম! আমি চেয়েছিলাম! আমার মনে হয় শেষেরটা পেনাল্টি ছিল। আমি ডাইভ দেই না। আমি ওই ধরনের খেলোয়াড় না যারা ডাইভ দেয়।’

তবে হ্যাটট্রিক করতে না পারলেও জোড়া গোল পেয়েই খুশি লুকাকু। খুশি দলের দারুণ জয়েও, ‘তবে দুটি গোল পেয়েই আমি খুশি। জয় পাওয়ায় বেশি খুশি। টানা দুই হারের পর আমাদের এ জয়টা খুব প্রয়োজনীয় ছিল। তাই এ জয়ে খুবই উল্লসিত। এখান থেকেই আমাদের এগিয়ে যেতে হবে। যেভাবে খেলেছি আশা করব পরবর্তী ম্যাচগুলোতেও এভাবে ধারাবাহিকভাবে খেলে যেতে পারব। ’

Comments

The Daily Star  | English

Mango Moment: A sweet deal for Bangladesh

Bangladesh's delicious mangoes: untapped economic potential, requiring a national strategy

15h ago