খবরটিকে ‘গুজব’ বলে উড়িয়ে দিলেন রবি শ্রাস্ত্রী
কথাটি অনেক দিন ধরেই বাতাসে ঘুরছিলো। অবশেষে তা ‘খবর’ হয়ে প্রকাশিত হলো ভারতীয় গণমাধ্যমে। তবে এর ২৪ ঘণ্টা না পেরোতেই প্রকাশিত খবরটিকে ‘গুজব’ বলে উড়িয়ে দিলেন ভারতীয় ক্রিকেট দলের কোচ রবি শ্রাস্ত্রী।
গতকাল (৩ সেপ্টেম্বর) মুম্বাই মিররের খবরে বলা হয়, “আমরা জেনেছি তারা (রবি শ্রাস্ত্রী ও বলিউড অভিনেত্রী নিমরাত কাউর) গত দুই বছরের বেশি সময় ধরে গোপনে প্রেম করছেন। তবে এটি আকস্মিক ঘটনা হতে পারে যে গত ২০১৫ সাল থেকে প্রতি বছর রবি ও নিমরাত জার্মানির একটি বিলাসবহুল গাড়ি নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত রয়েছেন।”
খবরটিকে গতকালই অভিনেত্রী নিমরাত ‘কল্পকাহিনি’ বলে কৌশলে উড়িয়ে দেন। এক টুইটার বার্তায় তিনি বলেন, “ঘটনা: আমার রুট ক্যানালের প্রয়োজন হতে পারে। কল্পকাহিনি: আজকে আমার সম্পর্কে যা পড়লাম। আরও সত্য: এসব গল্পকাহিনিই বেশ কষ্টদায়ক।…”
এর ২৪ ঘণ্টা না পেরোতেই ‘মিড-ডে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে রবি শ্রাস্ত্রী বলেন, “এগুলো হচ্ছে এক বস্তা গোবরের মতো।” তিনি নিমতারের সঙ্গে তার কথিত সম্পর্কের খবরটিকে ‘গুজব’ বলেও উড়িয়ে দেন।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস
Comments