রাজনৈতিক শিষ্টাচারের উদাহরণ দেখালেন বুশ, ওবামা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে যখন অসহিষ্ণুতা শিকড় গেড়ে বসেছে সেখানেই রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইনের অন্তেষ্ঠিক্রিয়ায় এক ভিন্ন দৃশ্য দেখা গেল। অন্ত্যেষ্টিক্রিয়ার টেলিভিশন ফুটেজে দেখা যায় সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামাকে একটি ক্যান্ডি দিচ্ছেন সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। রাজনৈতিক মতভিন্নতার ঊর্ধ্বে তাদের এই হৃদ্যতা স্বাভাবিকভাবেই মানুষের নজর কেড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ইতিমধ্যে ভাইরাল হয়েছে ভিডিওটি।
২০০৮ সালে যুক্তরাষ্ট্রের নির্বাচনে বারাক ওবামার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন ম্যাককেইন। প্রায় এক বছর ক্যান্সারে ভোগার পর গত ২৫ আগস্ট ৮১ বছর বয়সে তিনি মারা যান।
গত রোববার ছোট পরিসরে একটি চার্চে ম্যাককেইনের অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজন করা হয়েছিল। এতে সামনের সারিতে সস্ত্রীক বসেছিলেন সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামা। ভিডিওতে দেখা যায়, জর্জ ডব্লিউ বুশ তার স্ত্রী লরা বুশের হাত থেকে একটি ক্যান্ডি নিয়ে মিশেল ওবামার দিকে বাড়িয়ে দেন। ধন্যবাদ জানিয়ে মিশেল সেটি নিয়ে পাশে বসা ওবামার হাতে তুলে দেন।
George W. Bush sneaking a piece of candy to Michelle Obama is warming my heart . pic.twitter.com/pAtDdIcSeB
— Roland Scahill (@rolandscahill) September 1, 2018
ক্ষুদ্র কিন্তু একইসঙ্গে তাৎপর্যপূর্ণ এই ঘটনাটি সম্পর্কে সিবিএস টেলিভিশনের রাজনৈতিক ভাষ্যকার ফেইথ স্যালি বলেন, ‘রাজনীতি থেকে হারিয়ে যাওয়া একটি কষ্টদায়ক কিন্তু মধুর দৃশ্য ছিল এটি।’
স্পষ্ট রাজনৈতিক বিভেদ থাকলেও ওবামা দম্পতির সঙ্গে অনেক আগে থেকেই ব্যক্তিগত পর্যায়ে সুসম্পর্ক রয়েছে জর্জ ডব্লিউ বুশের। বিভিন্ন সময় মিশেল ওবামার সঙ্গে হাত ধরে দাঁড়াতে ও আলিঙ্গন করতে দেখা গেছে তাকে।
Comments