খানদের প্রতি কৃতজ্ঞ খান

বলিউড বাদশাহ শাহরুখ খান বলেন তার সাফল্যের পেছনে সালমান ও তার বাবা সালিম খানের অবদান রয়েছে। কিং খানের সেই কঠিন দিনগুলোতে তিনি সালিম খানের বাসায় খাওয়া-দাওয়া করতেন বলেও জানান।
shah rukh khan and salman khan
বলিউড অভিনেতা শাহরুখ খান এবং সালমান খান। ছবি: সংগৃহীত

বলিউড বাদশাহ শাহরুখ খান বলেন তার সাফল্যের পেছনে সালমান ও তার বাবা সালিম খানের অবদান রয়েছে। কিং খানের সেই কঠিন দিনগুলোতে তিনি সালিম খানের বাসায় খাওয়া-দাওয়া করতেন বলেও জানান।

বার্তা সংস্থা আইএএনএস-এর বরাত দিয়ে এনডিটিভি জানায়, শাহরুখ খান বলেন, “প্রথম যখন মুম্বাইয়ে আসি তখন অভিনেতা হিসেবে আমি নতুন। অনেক সংগ্রামের ভেতর দিয়ে যাচ্ছিলাম। সেসময় আমি সালমানদের বাসায় খেতাম। তার বাবা সালিমজি আমাকে অনেক সহায়তা করেছিলেন।”

“তাদের সহায়তায় আমি আজকের শাহরুখ খান হতে পেরেছি,” যোগ করেন ‘চাক দে! ইন্ডিয়া’-খ্যাত অভিনেতা শাহরুখ।

সালমান খানের ’১০ কা দাম’-এর শেষ শোতে অন্যতম শেষ অতিথি দেখা যাবে বলিউডের এই অন্যতম শীর্ষ আয়ের অভিনেতাকে। সেখানেই তিনি জানাবেন তার বলিউড বাদশাহ হয়ে ওঠার পেছনের গল্প।

শাহরুখ বলেন, “আমি সেই শোতে উপস্থিত থাকবো শুধুমাত্র সালমানের জন্যে। আমি সেখানে যাবো যেহেতু সে আমাকে আসতে বলেছে।”

অনুষ্ঠানে শাহরুখ তার নতুন চলচ্চিত্র ‘জিরো’-র প্ররাচণাও করবেন বলে সংবাদমাধ্যমটিতে উল্লেখ করা হয়।

Comments

The Daily Star  | English
Indian Padma Vibhushan industrialist Ratan Tata dies at 86

Ratan Tata no more

The 87-year-old industrialist was admitted to Breach Candy Hospital for age-related ailments

1h ago