পেস আক্রমণ নিয়ে অনেক সম্ভাবনা দেখছেন আবু হায়দার

Abu Haider Rony
আবু হায়দার রনি, ছবি: ফিরোজ আহমেদ

এশিয়ার দলগুলোর মধ্যে পাকিস্তানের পেস আক্রমণ বরাবরই ভাল। সাম্প্রতিক সময়ে পেস আক্রমণে দারুণ করছে ভারত। উপমহাদেশের এই দুই পরাশক্তির বাইরে নিজেদের পেস আক্রমণও অনেক এগিয়ে মনে করছেন তরুণ পেসার আবু হায়দার রনি।

ওয়ানডেতে বাংলাদেশ দলের পেস আক্রমণের নেতৃত্বে আছেন অধিনায়ক মাশরাফি মর্তুজা। বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান তো বড় ভরসারই নাম। ৫০ ওভারের ম্যাচে নিয়মিত ভাল করছেন রুবেল হোসেন। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে সিরিজ জেতাতেও ছিল তাদের অবদান।

নিজেদের পেস আক্রমণ নিয়ে তাই অগাধ আস্থা আবু হায়দারের, ‘আমাদের আসলে অনেক ভাল সম্ভাবনা আছে। যদি আমাদের পেস বোলিং অ্যাটাক দেখেন শেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ওডিআই, টি-টোয়েন্টিতে অনেক ভাল বোলিং করছে। এই আত্মবিশ্বাস যদি এশিয়া কাপে নিতে পারি।  মনোযোগের সঙ্গে বল করতে পারি তাহলে হয়ত অনেক এগিয়েই থাকব।’

স্কোয়াডে থাকলেও ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডেতে নামা হয়নি আবু হায়দারের। এশিয়া কাপের স্কোয়াডেও আছেন তিনি। একাদশে সুযোগ পাওয়া এবারও কঠিন এই বাঁহাতি পেসারের। আপাতত অভিজ্ঞতা অর্জন করে থাকতে চান সুযোগের অপেক্ষায়, ‘এটা একটা চ্যালেঞ্জ আসলে। জাতীয় দলে যারা আছে সবাই প্রতিষ্ঠিত বোলার। এরমধ্যে আমার অভিজ্ঞতাই একটু কম। চেষ্টা করছি এখান থেকে যতটুকু পারা যায়, নিজেকে অভিজ্ঞ করার।  সিনিয়রদের দেখে যতটুকু শেখা যায়।’

‘আমার ব্যক্তিগত লক্ষ্য বলতে যদি বলি, ম্যাচ খেলব কিনা এখনো নিশ্চিত না।  এটা টিম ম্যানেজমেন্টের ব্যাপার। এখন অনুশীলন চলছে, অনুশীলনে নিজেকে ভালোভাবে প্রস্তুত করা এখন আমার লক্ষ্য। আর যদি সুযোগ পাই তাহলে কিভাবে নিজের সেরাটা দিতে পারি।’

Comments

The Daily Star  | English

Israel lifts air raid warnings, says intercepted 'most' Iran missiles

Israel says conducted 'extensive strikes' in Iran's west, while explosions near Tel Aviv, sirens blare across Israel; smoke rises after explosion in Iran’s Tabriz

11h ago