‘শহিদুলকে গ্রেপ্তার করে সরকার নিজেই তার ভাবমূর্তি নষ্ট করেছে’

আলোকচিত্রী শহিদুল আলমকে গ্রেপ্তার করে সরকার নিজেই নিজের ভাবমূর্তি নষ্ট করেছে বলে মন্তব্য করেছেন অধ্যাপক আনু মুহাম্মদ। শহিদুল আলমের আলোকচিত্র নিয়ে প্রদর্শনী উদ্বোধনের অনুষ্ঠানে গতকাল তিনি এই কথা বলেন।
শহিদুলের গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘সরকার মনে করে শহিদুলের বক্তব্য তার ভাবমূর্তির জন্য ক্ষতিকর। তাই তারা তাকে হুমকি মনে করে। কিন্তু ভাবমূর্তি নষ্ট হওয়ার জন্য সরকারের নিজের কর্মকাণ্ডই যথেষ্ট।’
শহিদুল আলমের গ্রেপ্তারের প্রতিবাদ ও এর প্রতিষ্ঠাবার্ষিকীতে গতকাল প্রতিষ্ঠিত দৃক গ্যালারিতে ‘এ স্ট্রাগল ফর ডেমোক্রেসি—ফটো জার্নি বাই শহিদুল আলম’ শিরোনামে আলোকচিত্রীর তোলা ছবি প্রদর্শনীর প্রথম দিনে এসব কথা বলেন আনু মুহম্মদ।
অনুষ্ঠানে উপস্থিত গবেষক ও অধ্যাপক মেঘনা গুহঠাকুরতা বলেন, সরকার যেভাবে শহিদুলকে উপস্থাপন করতে চায় তাতে বড় ধরনের গলদ রয়েছে। ‘গণতন্ত্রের অর্থই হলো জনগণের জন্য কথা বলা। জনগণের পক্ষে শহিদুল তার ছবির মাধ্যমে ঠিক সেই কাজটিই করেছেন।’ শহিদুল আলমের মুক্তির জন্য সবাইকে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
প্রদর্শনীর উদ্বোধনীতে আরও বক্তব্য রাখেন, অধিকারকর্মী খুশি কবির, দৃক’র পরিচালক রেহনুমা আহমেদ, কিউরেটর রেজাউর রহমান, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ও রাজনীতিবিদ জোনায়েদ সাকি।
খুশি কবির শহিদুল আলমের জামিন শুনানিতে ‘বিব্রত বোধ’ করা বিচারকদের সমালোচনা করেন। আর রেহনুমা আহমেদ মনে করেন, শহিদুল তার কাজের মাধ্যমেই গণতন্ত্রের জন্য সংগ্রাম চালিয়ে গেছেন। শহিদুলের মুক্তির জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
প্রদর্শনীতে গত ৪০ বছরে শহিদুল আলমের তোলা গুরুত্বপূর্ণ আলোকচিত্রগুলো স্থান পেয়েছে। এসব ছবিতে যেমন রয়েছে প্রাকৃতিক দুর্যোগের পর মানুষের ঘুরে দাঁড়ানোর সংগ্রাম তেমনি রয়েছে সরকারবিরোধী আন্দোলন, প্রবাসী শ্রমিকদের জীবন, যৌনকর্মী, মানবাধিকার লঙ্ঘন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে গুম হওয়ার মতো বিষয়।
আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী চলবে।
Comments